একজন শচীনের জন্য বাংলাদেশীদের এত মায়া কান্না কেনো? দয়া করে কেহ শচীন বন্দনা করবেন না। ওরা জাতির শত্রু।
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৭ নভেম্বর, ২০১৩, ০৬:৩৩:১৭ সন্ধ্যা
ভারত আমাদের জাত শত্রু। ওরা সুযোগ পেলেই সীমান্তে মানুষ খুন করে। আমাদের স্বাধীনতার বিপন্নের জ্যন্য তারাই দায়ী। তার মতো একজন খেলোয়াড় যে দেশে আছে তাদেরকে তো সম্মান করতেই ইচ্ছে করে কিন্তু ভারতবাসীর আচরণে মনে হয় তারা বাংলাদেশী নিধনে নেমেছে। তাদের হাতে একটাই অস্ত্র মুসলিম নিধন করো, বাঙালী নিধন করো, বাংলাদেশী নিধন করো। তারা এদেশ স্বাধীন করতে চেয়েছিল ভৌগলিক কারণে আর সেটাতে তারা সার্থক হয়েছে। আমরা তাদের কে ঘৃণা করি তাদের আচরণে জন্য। দয়া করে কেহ শচীন বন্দনা করবেন না। ওরা জাতির শত্রু।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন