বিএনপির ৩ মহিলা এমপি আটক: বিএনপির তিন মহিলা এমপি আটকের পর মুক্ত
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৩ নভেম্বর, ২০১৩, ০২:৫৮:৩২ দুপুর
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সংরক্ষিত মহিলা আসনের তিন সদস্যকে আটকের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর দুইটার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে হোটেল রূপসী বাংলার সামনে এনে তাদের ছেড়ে দেয়া হয়। তিন এমপি হলেন রাশেদা বেগম হিরা, নিলুফার চৌধুরী মনি ও শাম্মি আখতার।
মতিঝিল বিভাগের কমিশনার আশরাফুজ্জামান তাদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় মহিলা তিন এমপিকে আটক করা হয়। তবে কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে, টানা ৮৪ ঘণ্টা হরতালের শেষ দিন বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে তারা পার্টি অফিসের কাছে এলে তাদের ঘিরে ফেলে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। প্রায় মিনিট পনেরো ধরে টানা-হ্যাঁচড়া চলে। এক পর্যায়ে ওই তিন এমপিকে টানা-হ্যাঁচড়া করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় পুলিশ।
সূত্র! http://www.newsevent24.com/2013/11/13/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95/
বিষয়: রাজনীতি
৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন