[b]জোর করে বাচ্চাদের শাহবাগে নিবেন না!![/b]

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৫:৪৩ রাত



জোর করে বাচ্চাদের শাহবাগে নিবেন না!! বাচ্চারা চায় না এসব নিরপরাধ লোকের বিচার হোক!

চারিদিকে স্লোগান, রাজাকারের শব্দ, মদের গন্ধ, বিড়ির তাকের ঘ্রাণ, ফাঁসির মঞ্চ, নারী পুরুষের কোলাহল, মাইকের শব্দ, মানুষের সমাগমে বাচ্চারা বেশ ভয় পাচ্ছে। তারা সেখানে যেতে ইচ্ছুক না।

কিন্তু স্কুলের বাচ্চাদের, খেলাঘরের বাচ্চাদের, ছোট্ট শিশুদের সেখানে নিয়ে মানবতাকে চরম অপমান করা হচ্ছে।

আমরা এর অবসান চাই। কিছু নিরপরাধ মানুষের ফাঁসির দাবীকে তরান্বিত করার জন্য এই সমস্ত নাসতিক, মুরতাদরা বাচ্চাদের ঢাল হিসাবে ব্যবহার করছে।

ওরা বুঝেই না যে দেশে কি হচ্ছে অথচ ওদের দেহে বিভিন্ন অসভ্যতা দেখে কান্নায় অনেকে ভেঙে পড়ছে।

অবসান হোক এই সেক্স মেলার।

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File