আ্যালোহা বাংলাদেশ! যাদুর মাধ্যমে অংক শেখা! ৫ মিনিটে ৭০ টি অংক করে বাচ্চারা ক্ষুদে গণিতবিদের আসন অবিশ্বাস্যভাবে অলংকৃত করলো।
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪০:৩৭ রাত
জাতীয় চিত্শালায় তাদের প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
এই স্টেজে তারা অতিথিদের সাথে অনুষ্ঠান করেন।
বাচ্চারা ৫ মিনিটে ৭০ টি অংক করে বিষ্ময়সৃষ্টি করেছে।
বাচ্চারা খুব মজা করেছিল।
মেয়ে দুটির নাম সৈয়দা মেহেরুন্নছা মুনমুন এবং সৈয়দা জেবুন্নেছা কুমকুম তারা বিষ্য়করভাবে অংক করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। সাথে তাদের বাবা, পরিচালক ও ছো্ট্ট ভাইটি ছিল।
এই সেই অংকের পার্টিশাল!
ছবির সুন্দরতায় মুগ্ধ বাংলা।
দারুন
ব্লগারের বাচ্চারা খুব আনন্দ পেয়েছিল।
অংক এত সহজ তা না দেখলে বিশ্বাস করানো কষ্টকর। সকলে অংকে খুব পারদর্শী। তারা বেশ স্বাচ্ছন্দের সাথে অংক করে উপস্থিত দর্শকদের আনন্দ দিয়েছে।
আমি বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলাম। তত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মোঃ মাহবুবুল আলম ছিলেন প্রধান অতিথি।
বিষয়: বিবিধ
১৪৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন