আজই ৩ জন শহীদ!! শতশত গুলিবিদ্ধ, মারাত্নক আহত!! মখা আলমগীর সাহেব আপনার বহিনীকে এবার থামান!!! যথেষ্ট রক্তের হোলি খেলা হয়েছে!!!! ক্ষমতার দাপট চিরদিনের বিষয় নয়!!!!!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৬:৪৬ রাত



এই রক্ত একদিন ঋণ শোধ করবে! ওদের মৃত্যুতে কোন কষ্ট নেই ওরা শহীদ!



মাগো চলে যাচ্ছি আর সিরাজগঞ্জে আসা হবে না!! রক্ত থেকে রক্ত ফোটা!! শহীদী মৃত্যুতে কোন কষ্ট নেই!! ওরা নিষ্পাপ!!



শরীফুল ইসলাম! অত্যন্ত হাসিখুশির মানুষ!! মহানগরী পূর্ব বায়তুল মাল সম্পাদক!! তাকে মারতে মারতে ডোবায় ফেলানো হয়!! আবার ডোবা থেকে উঠিয়ে প্রচন্ড আক্রমন করা হয়!! তার দুটি দাঁত লাঠির এবং রাইফেলের বাট দিয়ে ভেঙে দেওয়া হয়!! নি নিদারুন দৃশ্য!! আইনের বাহিনীকে এ কেমন অর্ডার প্রদান করা হয়েছে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জবাব দিবেন কি!!



হালকা দাঁড়ি থাকায় শিবির সন্দেহে বাংলানিউজের সাংবাদিককে বেধড়ক পেটালো এএসআই পরিতোষ!!

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ দেখে জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ একাধিক জামায়াত-শিবিরের নেতা কর্মীদের ধরে নিয়ে গিয়ে তাদের পা ও হাতে গুলি করেছে। কাতালগঞ্জ মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের উপর ওসি প্রদীপ দাশের নেতৃত্বে একদল পুলিশ গুলিবর্ষণ করে।



প্রকাশ্য অস্ত্র হাতে তিনি শিবিরকে গুলি করছে!!

প্রকাশ্য গুলি ভিডিও দেখুন!!

http://www.sonarbangladesh.com/videonewsdetail/detail/403

বিষয়: বিবিধ

১৬৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File