১৫ ই মে মঙ্গলবার সকাল সন্ধ্যা জাতীয় হরতাল, দেশব্যাপী!! বুধ বৃহস্পতিবারও সম্ভবনা রয়েছে।
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৩ মে, ২০১৩, ১২:৩১:৪৭ রাত
১৫ ই মে মঙ্গলবার সকাল সন্ধ্যা জাতীয় হরতাল, দেশব্যাপী!! জামায়াত নেতা মাওলানা ইউছুফ কে ধরার প্রতিবাদে আগামী মঙ্গলবার সকাল সন্ধ্যা জাতীয় হরতাল। এই হরতাল হবে দেশব্যাপী। দেশে একটা নির্বাচন ব্যবস্থা নিয়ে যা হচ্ছে তা রীতিমতো আঁতকে উঠার মতো। তার উপরে এক মহাবিচার। এই বিচারটা স্বচ্ছ করে সরকার তার নির্বাচনী ওয়াদা রক্ষা করতে পারতো। তা না করে সরকার জগাখিচুড়ির এক বিচার দাঁড় করিয়ে জনগণের মুখোমুখি বিষবাষ্পের মতো অবস্থান করছে। সরকার দিগবিদ্বিগ হারিয়ে বেশ বেকায়দায় রয়েছে তার উপর আবার ৮৭ বছরের বুড়া কে ধরে কষ্ট দ্ওেয়া। আমার ইচ্ছা হলো সরকার জনগণের জন্য। অবশ্যই তাদের কথা শোনা উচিত।
বিষয়: বিবিধ
১৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন