ছাত্রীসংস্থার বোনেরা কেন রাস্তায় নামছেন না!!!
লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫৬:৩৪ বিকাল
রক্তে রক্তে ছেয়ে গেছে দেশ। লাশ আর শোকার্ত স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাশ। এ পর্যন্ত ২১ জন ভাই শহীদ হয়েছেন। সারাদেশে পুলিশ-আওয়ামী লীগের সাথে নিরপরাধ আল্লাহর বান্দাদের লড়াই চলছে, ররক্ত ঝরছে...
কিন্তু সে লড়াইয়ে নেই আমার বোনেরা? তারা ঘরে বসে কি করছে আমার বোঝে আসে না! আমি ছাত্রীসংস্থার বোনদের বলছি আপনারা কেন রাস্তায় নামছেন না। কার অনুমতির অপেক্ষায় আছেন বলতে পারেন। আপনারা কি ভুলে গেছেন শহীদ সোমাইয়া আর বীর সৈনিক আয়েশার বীরত্ব গাঁথার কথা।
জয়নব আল গাজ্জালীর কথা স্মরণ করুন।
একটু চোখ মেলে তাকান, আজ মিশর, তিউনশিয়াসহ বিভিন্ন দেশে যে বিপ্লব হয়েছে তাতে সবেচেয় বেশি অবদান মুসলিম নারীদের।
মিশরের বোনেরা রাস্তায় নেমে শহীদ হতে পারলে আপনারা কেন পারবেন না। আল্লাহর পথে জিহাদের জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। প্লিজ রাস্তা নেমে আসুন। আমরা আমাদের বোনদেরও শহীদ হিসেবে দেখতে চাই। রাজপথের লড়াইয়ে আমার বোনদের আজ খুব বেশি দরকার।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন