চারটি তাজা প্রাণ বনাম জনতার সংগ্রাম...

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৬:১৯ রাত

নতুন করে রক্ত ঝরার কিছু নেই। ফুল ফোটার প্রথম প্রহরের অপেক্ষায় মাত্র আমি। লাশ ও রক্ত-ছবি এখন আমার নাকের ডগায় ঘুর ঘুর করে। আজ পাবনায় তিন তিনটি তাজা প্রাণ ঝরে গেল। সন্ধ্যায় খবর পেলাম মহান রব-আমাদের আরেক ভাইকে তার কাছে তুলে নিয়ে গেছেন।

এসব খবরে এখন আর মন খারাপ করি না। ভাবি এই বুঝি আমার ডাক এলো। মহান আল্লাহর দরবারে হাত তুলে বলি-হে আল্লাহ এ পাপিষ্ঠ নরাধমকে তুমি কবুল করো। জানি না মাবুদ আমার সে ডাক শুনে কি না?

আমি বলি,

এত রক্ত কি স্তব্দ করতে পারবে কোটি মুসলমানের ঈমানের দাবি? কয়েক সাগর রক্ত কি নিষ্ক্রিয় করে দিতে সক্ষম এক নিরীহ মুসলামানের আল্লাহ ও তার রাসূলের প্রতি গড়ে উঠা ভালবাসাকে! পারবে না জানি। পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত নমরুদ-ফেরাউনরা কেউ পারেনি।

আমরা জানি, আমাদের শেখ হাসিনাও পারবে না। খোদার কৌশলের কাছে উড়ে যাবে তার গোয়েন্দা বাহিনীর কাঁচা কৌশল। আর হাসিনার পেটোয়া বাহিনী এমন এক নগন্য শক্তি-একটি ফুৎকারের মুখে টিকে থাকার সামর্থ্যও যাদের নেই।

তবু দিশেহারা হাসিনা একের পর এক রক্ত ঝরিয়ে যাচ্ছে। মানুষ খুনের নেশায় পেয়ে বসেছে তাকে। পুরো দেশটাকে আজ রক্তের লাল গালিচায় পরিণত করেছেন এ নারী।

কিন্তু এত শত রক্ত দেখেও টলে না মর্দে মুজাহিদ।

বৃষ্টির মতো ছোড়া গুলিকে উপেক্ষা করেই রাজপথে নামবে জনতা, স্লোগান দেবে ইসলাম ও ইসলামী আন্দোলনের পক্ষে। মাথায় তাক করে রাখা বন্দুকের নলের মুখে এক আল্লাহর সাক্ষই দেবে মুসলমান। তাই বিজিবি বা সেনাবাহিনীর ব্রাশ ফায়ারের হুমিক সত্বেও সফল হবে রোববারের হরতাল।

এ হরতাল হলো একতার...এ সংগ্রাম জনতার

এ হরতাল মুসলামানের বিশ্বাস, ঈমান ও আকিদার।

বিষয়: বিবিধ

৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File