প্রথম আলোকে রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করা হোক…

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৮:১২ রাত

ইস্টইন্ডিয়া কোম্পানি এ দেশে ব্যবসার ছদ্মাবরণে এসেছিল। একসময় সুযোগ বুঝে তারা দেশটাই দখল করে নেয় । আজকের প্রথম আলো ও তার মালিক ট্রান্সকম গ্রুপ হচ্ছে সেই ইস্টন্ডিয়া কোম্পানি। নতুনরুপে তারা এ দেশে ঘাঁটি গেড়েছে। আর বিদেশিরা এবার ভাড়া করেছে মতিউর রহমানের মতো কিছু মীর জাফরকে। তারা সুযোগ পেলেই চিবিয়ে খাবে দেশটাকে। তাই এখনই প্রতিরোধ করতে হবে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষরযন্ত্রকারী প্রথম আলে ওয়ালাদের। রুখে দিতে হবে মতিউরদের মতো দালালদের। আসুন আমরা সবাই প্রথম আলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে ওদের ষরযন্ত্র নস্যাত করে দেই।

সরকারকে বলছি প্রথম আলোকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করেন। মতির মতো বিষফোঁরা এখনই উপরে ফেলেন। নইলে এদেশের স্বাধীনতা টিকবে না।

মতিদের প্রতিরোধের প্রতিরোধের সময় এসেছে। এ দেশে সাংবাদিকতার নাম করে সেক্সের ভায়াগ্রা আমগনকারী এই সব প্রগতিশীল গাঁজাখুরদের আর সময় দেয়া যাবে না। এখনই প্রতিরোধ করতে হবে। মতিদের বিষদাঁত যে কোন মূল্যে ভেঙ্গে দিতে হবে। ওরা আসলে সাংবাদিকতা নামক শব্দটির জন্য লজ্জ্বা ও বটে।

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File