ইসলামী আন্দোলনের সিপাহ্সালার কারাবন্দী আবু সালেহ ইয়াহ্ইয়ার স্মরণে... 'জেলের তালা ভাঙবো'

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৫:৩৬ সন্ধ্যা

আমার ভাইটিকে আজ কোথাও দেখি না

কি রাজপথ, কিংবা বাড়ির সিঁড়ির গোড়ায়

কতদিন...

মিছিলে তার স্লোগান শুনি না

শুনিনা কচি কণ্ঠে রবের গান!

ভাই, এখন আর গায় কি না তাও জানি না!

আমার ভাইটিকে আজ কোথাও দেখি না

ভাই আজ হাসিনার জেলে বন্ধী

তার অপরাধ কোরআনের কথা বলা

আল্লাহর পথে চলা,

ভাইটিকে আজ আর কোথাও দেখি না

চার দেয়ালে বন্ধী ভাই

আমায়তো আর ডাকে না?

জেলে যাওয়ার আগে দেখা

ভাই বলেছিল, কি আর করবে সরকার

বন্ধী করে নির্যাতন, তাইতো

এ ভয়ে কি আল্লাহর পথের সংগ্রাম বন্ধ থাকবে!

তার নখ উপড়ে ফেলা হয়েছে

হারগুরো এক করে দেয়া হয়েছে

তবু বুঝি ভাই আল্লাহর কথাই বলে

শিকল পড়া ভাইটি এখনো সংগ্রামের কথাই বলে!

ভাইটিকে দেখতে হলে বুঝি, শিকল ভাঙতে হবে

তাই আজ সিদ্ধান্ত নিলাম

কয়টা শিকল উপড়ে ফেলে

আমার ভাইকে, আমার কাছে আনব

জালিম শাহির জেলের তালা ভাঙবো।

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File