এটা হরতাল নয়-আমার ভাইয়ের ঝরে পড়া রক্তের প্রতিবাদ!
লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৫:৩২ সকাল
হরতাল প্রতিরোধের যে ঘোষণা দিয়েছিল পুলিশ পাহারায় থাকা শাহবাগের কবিরা-ওদের মুখ চুপসে গেছে। ব্যাবিচারী অথর্ব মিডিয়া কি লিখবে বুঝে উঠতে পারছে না। কারণ পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দেয়া এ হরতাল সফল হচ্ছে, সফল হয়েছে। সারা দেশব্যাপী চলছে কঠোর হরতাল। ওরা ঘোষণা দিয়েছিল প্রতিরোধের কিন্তু নিজেরাই জনগণের কাছে প্রত্যাখাত হয়ে গেছে।
দাঙ্গা পুলিশ, পুলিশের রায়ট কার, র্যাবের মেশিনগান, কিংবা বিজিবির সরাসরি ফায়ারের ভয়-কোন কিছুই থামাতে পারেনি আল্লাহর পথের সৈনিকদের। জীবনের মায়াকে তুচ্ছ করে ওরা রাস্তায় নেমে এসেছে।
আল্লাহুআকবর ধ্বনিতে প্রকম্পিত করছে রাজপথ।
আজকের এ হরতাল সফল করা বড় দরকার ছিল। এ হরতাল নিছক কোন হরতাল নয়। এ হরতাল ছিল আমার ভাইয়ের ঝরে পড়া প্রতিটি রক্ত ফোটার জবাব। তাই আজ যারা হরতালের সমর্থনে পিকেটিং করলেন, পিকেটিং করছেন, তাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা। এ সফল হরতাল হাসিনার গালে একটি চরম চপেটাঘাত...আরও অনেক কিছুই অপেক্ষা করছে হাসিনার জন্য...
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন