আসুন ছড়ায় ছড়ায় ক্যাঙ্গারু কোর্ট এবং জংলী শাসনের কথা শুনি...হা...হা...

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১৭:৪২ দুপুর

ক্যাঙ্গারুরা কোর্টে এখন,মাঙ্কিরা দেয় গরম ভাষণ-

দেশজুড়ে আজ জংলী শাসন।

হাঁটতে গেলে মামলা হবে, বসতে গেলে ধাক্কা দুটো

উঠতে গেল জখম পাবেন,- বুকের ভেতর পেরেক ফুঁটো

মুখ খুললেই অপহরণ,নইলে গুমের শংকা-ত্রাস্‌ন,

দেশজুড়ে আজ জংলী শাসন।

নেই ত পুলিশ, রক্ষি ওরা,রক্ষা করেন মক্কাবাসী-

আর বাকিরা জাত হরিজন,গলায় তাদের মরণ-ফাঁসি

চোর সেজেছে পাক্কা সাধু, খুনীর জন্য ময়ূর আসন,

দেশজুড়ে আজ জংলী শাসন।

বকরা এখন পষ্ট দেখে,শেয়ালরা নয় গর্তজীবী-

অন্ধকারে বিড়াল খোঁজে সি,আই,ডি এবং ডিবি

এই সুযোগে চতুর্দিকে ইঁদুর দাদার কী আগ্রাসন,

দেশজুড়ে আজ জংলী শাসন।

(জংলী শাসন)

by-জুলফিকার শাহদাৎ

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File