ছিনেমা স্কয়ার...........!!!
লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৩:২৯ রাত
আওয়ামী বাম সরকার শাহবাগের সিনেমা স্কয়ারে যে সিনেমা প্রদর্শন করছে, আইটেম গানের তালে তালে ছেলেমেয়েরা নাচ করছে, দাবাঙ্গ স্টাইলে আমার দেশসহ বিরোধী মিডিয়াগুলোতে অগ্নিসংযোগ করা হচ্ছে—এতসব করা সত্ত্বেও তা ফ্লপ। কারণ, বিরোধীদলের দুই একজন একসঙ্গে জড়ো হলেই পুলিশ পেটায় সেখানে পুলিশি প্রহরায় স্পর্শকাতর একটি জায়গায় কীভাবে জমায়েত। এটা নিশ্চয়ই আওয়ামী সরকারের পরিচালনায়ই হচ্ছে।
আমার কথা হচ্ছে-শাহবাগ স্কয়ারকে সরকার কি ধর্ষণ স্কয়ার করছে? শাহবাগ স্কয়ারে যেভাবে পুলিশ প্রহরা ও সরকারি সহযোগিতায় আন্দোলন করতে দেয়া হচ্ছে জামায়াত বা ১৮ দলীয় জোটকে কি এভাকে করতে দেবে?
আন্দোলন করে যদি ট্রাইব্যুনালের রায় বাতিল করা যায় তাহলে আন্দোলনের মাধ্যমে ট্রাইব্যুনাল বাতিল করা অসম্ভব নয়।
বিষয়: বিবিধ
৮৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন