মা তোর ছেলেটি যুদ্ধে যাবে...

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৮:০৩ রাত

মাগো আমি যুদ্ধে যাব

তুই আমার হাতে অস্ত্র তুলে দে

আমার ভাইয়ের রক্ত খুনের-বদলা নেব

আমারে তুই বিদায় বলে দে!

মাগো তোর ছেলেটি যুদ্ধে যাবে

শহীদ ভাইয়ের রক্ত খুনের বদলা নেবে

তোর ছেলেরা গাজী হবে, আসবে ফিরে তোরই কোলে

কিংবা ছেলে শহীদ হবে, কফিন যাবে বাবার কাধে

তবু মা তুই অস্ত্র তুলে দে

মাগো হাসি মুখে বিদায় বলে দে।

মাগো তোর ছেলেতো এই মুজাহিদ

মাসুম মাগো, ছোট্ট আবিদ

তোর ছেলেরা যোগ্য, দীপ্ত

শ্রেষ্ঠ কবি লাবিদ।

তোর ছেলেরা শক্ত, পোক্ত

মেধায় গুনে শানে মানে

শপথ নেয়া গোলপ মাগো

খোদার পথে মত্ত।

তাইতো তারা যুদ্ধে যাবে

শহীদ ভাইয়ের রক্ত খুনের বদলা নিবে।

মাগো তোর ছেলেরা হারে না মা

মরে কিবা বেঁচে জিতে

খোদার প্রিয় বান্দা তারা

থাকেগো জান্নাতে।

মাগো ভয় করো না, কেদো না মা

তোমার ছেলে যুদ্ধে যাবে,

শহীদ ভাইয়ের রক্ত-খুনের বদলা নিবে

তুই হাসি মুখে ছেলের হাতে অস্ত্র তুলে দে

মাগো বিদায় বলে দে...

মারে বিদায় বলে দে...

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File