মা তোর দুধের কসম...

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪২:০৪ রাত

মাগো শুনে রাখ, আমি বিজয় ছাড়া ফিরব না

লাশের মিছিল পাহাড় হবে জানি

তবু মিছিল নিয়ে থামব না,

মাগো, আমি বিজয় ছাড়া ফিরব না

রক্ত নদী বইবে বলে, টলবো না

মা তোর দুধের কসম, বিজয় ছাড়া থামব না।

মারে শত চাপেও তোর ছেলেটি, টলবে না

তোর ছেলেটি লড়বে মাগো

বদলা ছাড়া থামবে না

একটি ফোটা ঝরা রক্তের-দাবি সেতো ছাড়বে না

মা তোর দুধের কসম, বিজয় ছাড়া থামব না।

মাগো তোরে কসম করে ঘর ছেড়েছি, তোমার ছেলে হারবে না

লড়াই হবে, রক্ত যাবে

বিজয় ছাড়া ফিরবে না।

মা তোর দুধের কসম

বিজয় ছাড়া ফিরব না

লড়াই হবে, জীবন যাবে

পিছু হটে আসব না

বিজয় ছাড়া ফিরব না।

মা তোর দোহাই লাগে কাদিস না মা

তোর ছেলেটি মরবে না

লাখো ছেলে পাবি মা তুই, তারা তোকে ভুলবে না

তোর মুখের হাসিই তাদের হাসি

আমায় নিয়ে ভাবিস না,

মারে, তোর কসম কেটে ঘর ছেড়েছি

বিজয় ছাড়া ফিরব না।

মা, আমার কফিন দেখে কাদবি না মা

তোর ছেলেরা মরে না

তোর ছেলেরা পবিত্র মা

তুগুত দেখে টলে না।

মাগো দোয়া করিস, শপথ নিলাম

বিজয় ছাড়া ফিরব না

লড়াই করে রক্ত দেব

সত্য তবু ছাড়ব না মা

বিজয় ছাড়া ফিরব না।

মা তোর দুধের কসম, কাদিস না মা

বিজয় ছাড়া তোমার ছেলে, আরতো ঘরে ফিরবে না

মাগো শুনে রাখ, আমি বিজয় ছাড়া ফিরব না।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File