ব্যাপারটা মজার!
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ২৯ জুলাই, ২০১৩, ১২:৪৫:৪৫ রাত
যখন আমরা ছোট ছোট অপ্রতিভাশীল ছেলে-পেলেরা কিছু লিখি, সে লেখাটার কোনো মূল্যই থাকে না। কেউই উৎসাহ করে না লেখার।
যখন একই লেখা কোনো বিখ্যাত সাহিত্যিকের কলম থেকে আসে- সেটা মহামূল্যবান হয়ে যায়!
এটা আমি পরীক্ষা করেও দেখেছি।
যেমন-
আমার ফেইসবুক ফটো এলবামে কিছু ফটো আছে। বানীর লেখা ফটো। মূলত একটা জিনিস পরীক্ষা করতে আমি উক্তিগুলো আমার নিজস্ব কথা দিয়ে লেখে নীচে দিয়ে দিই বড় কোনো মনীষীর নাম। হেঃ হেঃ হেঃ যেমন লেখার নীচে দিয়ে দিই- "হুমায়ুন আহমেদ"
অর্থাৎ হুমায়ুন আহমেদের উক্তি সেটা
তখন দেখা যায় সে লেখাটা ফেইসবুকের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়ে! জনপ্রিয় পেইজগুলো ঝর তুলে দেয়। ব্লগেও কেউ কপি-পেস্ট মারে। মার্কেটও পায় নীচের নামটা দেখে। হাঃ হাঃ
কিন্তু আমার নাম দিলে দুই জন লাইক দিবে না। বরং বলবে- ছেলেটা নিজেকে অনেক বড় ভাবে। তা হয়তো সত্য।
যখন আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনো কবিতা লিখি, সেটার কোনো মূল্যই থাকে না পাঠকের কাছে। কারণ, আমরা তো আর জনসম্মুখে পরিচিত না। কিন্তু একই কবিতা যদি অন্য কেউ লেখে, অর্থাৎ সবার পরিচিত কোনো লেখক লেখে- তখন সেটার মূল্য হয়ে যায় অনেক।
ব্যাপারটা আমি আজ একটু ভালোভাবেই লক্ষ্য করলাম।
ধরেন ফেইসবুকে আমি একটা কবিতা লিখে পোস্ট করছি। আমার কবিতার পাঠকরা সেটা দেখলো, কিন্তু বেশিরভাগই সেটাতে লাইক কিংবা কোনো উৎসাহিত দিবে না। এটা আমি নিশ্চিত।
আবার আমারই কোনো কবিতা কেউ আমাকে না জানিয়ে তাঁর নামে পোস্ট করেছে। সেখানে দেখা গেছে অনেক ভালো ভালো উৎসাহ ও বাহবা দিয়ে যাচ্ছে।
সবচেয়ে মজার ব্যাপার হলো যারা ওই কবিতাতে বাহবা কিংবা লাইক দিয়ে উৎসাহ দিয়েছে। তারা সবাই-ই আমার ফ্রেন্ডলিস্টে ছিলো।
কিন্তু আমার কবিতায় কিছু না বললেও আমার কবিতা অন্যের পোস্টে অনেক ভালো ভালোই বলেছে।
সত্যি বলতে, একসময় ওই "বাহবা" গুলো অনেক খারাপ লাগতো, যখন দেখতাম আমার কিছু নিয়ে অন্যকেউ বাহবা পায়।
কিন্তু এখন একদম লাগে না ঢের খুশি লাগে।
ভাবি, যাক আমার লেখা ভালো লাগছে বলেই কেউ তাঁর নামে দিতে চেয়েছে। কিংবা জনসম্মুখে তার নাম সবাই চেনে বলেই হোক- লেখাটাকে সাপোর্ট দিয়েছে।।
তখন অবশ্য মনে মনে নিজেরে একটু বড় মনে হয়।
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন