আমার চলন ভাল্লাগে না
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১৮ জুন, ২০১৩, ১২:৪২:৪১ দুপুর
আমার চলন ভাল্লাগে না
ঝাল লাগে না কারো,
কারও সাথে মিশলে বলে
সঙ্গি তোমার ছাড়ো।
আবার বলে দ্যাখ চেয়ে দ্যাখ
ওই ছেলেটা কেমন,
দুঃখ লাগে আমার কাছে
নেই সম্পদ তেমন।
ওই ছেলেটার গায়ে আছে
ভালো দামি জামা,
ওই ছেলেটার আছে যে আর
চাচা-খালু মামা।
আমার তো নেই দামি জামা
নেই সুন্দর জুতো,
আবার দেখি কারও গায়ে
নেই পরনের সুতো।
বিষয়: Contest_mother
১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন