আম্মু

লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১৪ জুন, ২০১৩, ০২:২৭:৫১ রাত

তোমায় আমি 'আম্মু' বলে ডাকি-

সারাটাক্ষণ মনের ভেতর

যতন করে রাখি।

শ্রেষ্ঠ কত সেরা তুমি

তোমার পরি জগত ভূমি

তোমায় কত ভালোবাসি

বুঝতে পারো নাকি?

সারাটাক্ষণ ইচ্ছে করে

তোমায় খুশি রাখি।

আমার কাছে তুমি-ই সেরা

তারপর সব অন্য

গর্ভে তোমার জন্ম হয়েই

সবচে বেশি ধন্য।

আম্মু তুমি জানো-

তোমারই সুখ পৃথিবীতে

কত শান্তি আনো।

না জানো থাক শুধুই এটুক

জেনে রাখো চাই

এ জগতে তোরচে আপন

আর যে কেউ নাই।

বিষয়: সাহিত্য

১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File