যেমন দামি
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১২ জুন, ২০১৩, ১২:৩৫:৪০ রাত
যখন খুবই একা থাকি
আমার মাঝেই, আমি
ভাবতে থাকি সবার মতো
আমি কেমন দামি।
দামি না হয় একটুখানি
সবার থেকে কম
আমার মতোই মানুষ সবে
নিঃশ্বাস একই সম।
দামি দামি সবাই দামি
আপন লোকে সারা
দামটা তো এক বিশাল জিনিস
নিজেরই যা পারা।
বিষয়: সাহিত্য
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন