জয়ের নিশান উড়াব মোরা
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ০৯ জুন, ২০১৩, ০৬:২৮:২৬ সন্ধ্যা
পরাজয় মোরা কভু নাহি মানি
বাতিল করিব দমন
অস্ত্র-বুলেট যত ছুঁড়ে তব
অগ্রে চলিবে গমন।
যুগে যুগে যারা করেছে জিহাদ
তাদের পানে চেয়ে
জয়ের নিশান উড়িয়ে যাবো
মুক্তির গান গেয়ে।
রনাঙ্গনের ডাক টিকেটে
আসিয়াছি দলে দলে
মিথ্যে বুলেট নাহি আছে তবু
বিদ্রোহী মনোবলে।
যদ্দিন এ বল থাকিবে মোদের
অন্তরে অন্তরে
আসিবে বিজয় কোন একদিন
শত আঘাতের পরে।
ভয় পেয়ো না মুজাহিদ তুমি
সবই যে তোমার কাছে
থাক বা না থাক আর কিছু তবু
খোদা তো তোমার আছে।
মানবতা কেবল তোমারই তরে
করিতেছে ফরিয়াদ
সততা আসিবে সুশীল সমাজে
বাকি সব বরবাদ।
রক্তপিপাসু দানবের দল
যত করে হানাহানি
পার পাবে না কোনোকালে তারা
এটুক শুধু জানি।
আমরাই যদি সততার বলে
সত্যের পথ খুঁজি
একাল-সেকাল দু’কালই মোদের
জয়ের হবে পুঁজি।
বিষয়: সাহিত্য
১৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন