অস্থিরতা অস্থিরতা
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ২৬ এপ্রিল, ২০১৩, ০৫:০৭:৪৩ বিকাল
অস্থিরতা অস্থিরতা
এ জাতির আজ নাই মমতা
দিন নিশিতে কতো জীবন
খুন করে যায়, হয় পতিতা।
অস্থিরতা অস্থিরতা
জালিমের হাতে দেয় ক্ষমতা
রনাংগনের ডাক টিকেটে
কতো রক্ত যায় অযথা।
শুধুই কেবল অস্থিরতা
জীবনটা আজ শুকনো পাতা
এক বাসন্তির দোল বাতাসে
ঝরে যায় কতো মিষ্টি আতা।
কেনো এতো অস্থিরতা
দেখে না কী মোর বিধাতা
দেখবে যদি তারই পথে
রাংগিয়ে যাই জীবন খাতা।
৮।৩।১৩
বিষয়: সাহিত্য
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন