নববর্ষের এপিঠ-ওপিঠ
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১৫ এপ্রিল, ২০১৩, ১১:৫৮:৩০ সকাল
গতকাল থেকে মাতামাতি শুরু
হয়ে গেছে বাঙলা নববর্ষের
শুভেচ্ছা নিয়ে!
একদল গোষ্ঠি শুরু
করছে নববর্ষের আনন্দ নিয়ে।
আরেকদল শুরু করছে আনন্দের
সমালোচনা ও বিরোধীতা নিয়ে।
যাউক গে,
এখন এই দুই
গোষ্ঠিকে নিয়া সমালোচনা করা
জন্য আমার মগজ কিলবিল
কিলবিল করতেছে।
যারা নববর্ষের উৎসবের পক্ষ
নিয়ে চিল্লায়তাছে, আমি যেমন
তাদের পক্ষে না।
আবার ঠিক তেমনই যারা এই
নববর্ষ উৎসবের
বিরোধীতা করতে গিয়ে লুঙ্গী খুল
পক্ষেও না।
তবে হ্যাঁ
বাঙলা নবর্ষের
নামে বাংলাদেশে যে সংস্কৃতি চা
হয়েছে, আমি কখনোই তা সাপোর্ট
করি না।
এই নববর্ষ বাংলাদেশের
মানুষের একটা ভিন্নরকম দিন
বটেই।
কারণ শত হলেও জন্ম
তো বাংলাদেশে। আর এই দেশেরই
একটা ঐতিহ্য দিন
বাঙলা নববর্ষ, অবশ্য
তা অবিস্মরণীয়?। স্মরণ রাখাই
একজন বাংলাদেশীর প্রকৃত
পরিচয়ের বহিঃপ্রকাশ।
এই দিনটা মানুষ
একটা ভিন্নরকম ভাবে পার
করবে, এটাই স্বাভাবিক। কারণ
ঈদের দিনেও কেউ মুখ বেজার
রাখুক, তা চায় না।
আর এই নববর্ষ নিয়ে? কিছু উচ্চ
শিক্ষিত (!)
রা বিরোধীতা করতে হাতে পায?ে
ছে।
কিন্তু দেখা গেছে- সে একটু
আগে উৎসবকারীদের
যে গালি দিয়েছে, সেখানেও
ইংলিশ মারে!
কানে হিন্দি গানের ইয়ারফোন
লাগিয়ে ফেইসবুক/
ব্লগে বাংলা সংস্কৃতি পরিচয়
দিতে গিয়ে কীবোার্ড
ফাটিয়ে ফেলতেছে!
ফেইসবুকে কাউকে বাংলিশে টাইপ
করে শুভেচ্ছা দিতে গিয়ে সেখান
“তুমি কোন ধরণের শুভেচ্ছা দেও,
যেখানে বাংলাই নাই?”
মানে বুঝাতে চায় কাউকে মেসেজ
দিয়ে “শুভ নববর্ষ” বলাও পাপ!
হায়রে হায়!!! আক্কাছ, আসলেই
একটা আজব দুনিয়ায় বাস
করতাছি।
আরও বাঙলা লেখায় কত ভূল!
সেইটা না হয় নাইবা ধরলাম,
কারণ আমার মতো অতি ‘মুরুক্ষ’
মানুষও এখানে সমালোচনা করে।
হে হে হে!
আর কী বলবো শেষ নাই।
এই বিষয়টা নিয়ে যারা একেক
পক্ষে বেশি লাফালাফি করে,
তারা আসলেই আবাল।
*এ নিয়ে আরো কিছু কথা আছে,
পরে সময় কইরা কমু...
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন