বাংলাদেশে যত ছাএ সংগঠন আছে তাদের মধ্যে ছাএ শিবির নীতি আদর্শে এ এগিয়ে থাকা সত্তেও তাদের কেন সমর্থন করছি না?
লিখেছেন লিখেছেন সাদা মন ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৬:৪১ রাত
কয়েক দিন যাবত জামায়াত শিবির নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করেছি।যার ফলে কিছু মুখ আমার চোখে ভাসছে যারা জামায়াত শিবির ছাএী সংস্থার পদধারী কর্মী।আমি তাদের খুব কাছ থেকে দেখেছি খুব স্নেহ করতেন তারা আমাকে, তাদের প্রতি আমার ভালবাসা ছিল অগাধ।তারা ছিলেন আদর্শ আর নীতির পূজারী ছিলেন আল্লাহ ভক্ত।খুবই আকর্ষনীয় ছিল তাদের জীবন।
কিন্তু তারা যাদের তৈরী সিলেবাস নিয়ে পথ চলছে তাদের নিয়েই সমস্যা।ঐ সকল দেশদ্রোহী জামায়াত নেতাদের নাম শুনলে হৃদয়ে ঘৃনা ছাড়া আর কিছু খুঁজে পাই না।এই ঘৃনা শুধু মাএ তারা স্বাধীনতা বিরোধী ছিল এ জন্য না।আজও তারা শেখ মুজিব এ দেশকে তাদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়ে স্বাধীন করেছিল বলে তারা খুশি না।আর খুশি হবার কথাও না যার সাথে যুদ্ধ করল তার অনুগ্রহতে সেই দেশে থাকা অনেক কষ্টের।আমার ঐ সকল আপনজনদের মধ্যে দেখেছি শেখ মুজিবের প্রতি তাদের কত ক্ষোভ।কিন্তু তারা এই ক্ষোভের কারন জানে না।তাদের মধ্যে মুজিব বিদ্বেষ ঢুকানো হয়েছে সিলেবাস অনুসারে।
আমি একজন মুসলিম হিসাবে আমি চাই কুরআন,হাদীস এর আলোকে দেশ পরিচালিত হোক কিন্তু যারা এই দেশ বিরোধী ছিল তাদের হাত দিয়ে নয়।সব ভুল ক্ষমা পাওয়ার যোগ্য যেমন না তেমনি এর শাস্তিও শেষ হবে না।এর শাস্তি অনন্ত কাল ধরে চলবে।নতুন প্রজন্ম ইতিহাস জানবে আর অন্তর থেকে ঘৃনা নিক্ষেপ করবে।
"যারা বাংলাদেশ নামে কোন দেশ সৃষ্টি হোক চায়নি সেই দেশের মাটিতে কত আদর্শ দেখে কত ভাল কাজ দেখে তাদের আমি সমর্থন দেব।আর দেশের মানুষ কি ভেবে তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেবে।"
বিষয়: বিবিধ
২১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন