"আমার আপন যখন পর"
লিখেছেন লিখেছেন সাদা মন ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৩:০০ সন্ধ্যা
আপন মানুষ আজকে আমার হয়ে গেছে পর,
কার জন্য বাঁধলাম আমি এত সুখের ঘর।
.
যখন আমি থাকতাম একা ছিলাম কত ভাল,
কেন সেদিন বললে তুমি আমায় বাস ভাল।
.
দুনিয়া এক রংয়ের মেলা তা দেখেই যাচ্ছে বেলা ।
যাকে আমি ভালবাসি সেই আমায় ঠকায় বেশি ।
.
কত দিন থাকবে সখি এ জগৎ সংসারেতে ,
কষ্ট তুমি দিয়েছো যা রাখা আছে বুকের মাঝেতে।
.
কাকে আমি আপন ভাবি কষ্টগুলো খুলে বলি,
ভালবাসার নামে এখন চারিদিকে ভন্ডামী।
বিষয়: সাহিত্য
১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন