"বাংলাদেশের সাধারন মানুষের সাথে আওয়ামী লীগ এর সম্পর্ক ও বিএনপি এর অবস্থান।"লেখক আমার বন্ধু রজত

লিখেছেন লিখেছেন সাদা মন ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৫:৪৪ সকাল

১৯৪৭ সাল থেকে আওয়ামী লীগ মার খাইয়া আসতেছে । ৭১ এ যে মাইর খাইছে তা তো বলার বাইরে । ৭৫ পরবর্তী সময় এ দমন পীড়ন যা কিছু সব আওয়ামী লীগ সহ্য করছে । ভাই এই দলটার কিন্তু টিকে থাকার কথা না । টিকে আছে একটা মাত্র কারণ এ , কারণ মানুষ এদের সাথে আছে । এদের কর্মী বা নেতা বেশীরভাগই সাধারণ শ্রেণী পেশার । কিন্তু বিএনপি এর নেতারা সব বড় বড় ব্যবসায়ী বা অন্য সুবিধাভোগী । এদের কর্মীরাও আত্মত্যাগী না । আন্দোলন কি করে চালাতে হয় তা এরা জানে না । কারণ যে রাজনৈতিক দল চার দেয়াল এর ভিতর তৈরি হয় তার আর যাই হোক রাজনৈতিক সক্ষমতা আসে না । অপরদিকে আন্দোলন , মাইর খাওয়া এইটা আওয়ামীলীগ এর রক্তে মিশে আছে । এরা বাংলার ধূলামাটি থেকে তৈরি , তাই এত বছর এও এটা টিকে আছে । কিন্তু বর্তমান এর টাকার রাজনীতি এই দলটারেও কলুষিত করা শুরু করছে । আওয়ামী লীগ আপনারা আবার আগের মত হন । এই আলোচনা আমার সাধারণ বন্ধুদের । আমরা দল বা মত এর দিক এ না গিয়ে বোঝার চেষ্টা করেছি বিএনপির আন্দোলন এর ব্যর্থতা আর আওয়ামীলীগ এর টিকে থাকার সফলতা । জামাত এর ব্যাপারে কোন কথা হবে না । আপনারা জামাতকে ছাড়েন আমরা আপনাদের তুলে ধরব । তা না হলে আপনাদেরকে বিদায় (আপাতত) । আর জয় বাংলাকে পরিবর্তন করার দরকার নাই । খেলায় জিতলে আমরা জয় বাংলা বলে ই চিত্‍কার করি । আপনারাও বলেন ।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File