শিক্ষিত মানুষের ভিড়ে বিবেকবান মানুষের অভাব
লিখেছেন লিখেছেন সাদা মন ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৮:৫৭ রাত
আমরা বাঙ্গালী।এ কথা অস্বীকার করার কোন সুযোগ নাই।সফলতা,পরাজয়,গোলামী এ সবের ইতিহাস অনেক পুরোনো যা আমাদের রক্তে মিশে আছে।ব্রিট্রিশ উপনিবেশের আগে বাঙ্গালী যতটা উজ্জীবিত ছিল তার অনেক বেশী কষ্ট ভোগ করেছে ব্রিট্রিশ শাসন আমলে।তার পর দেশ ভাগ,ভাষা আন্দোলন,পাকদের অত্যাচার থেকে মুক্তিলাভ,স্বাধীনতা পরবতী আন্দোলনেও আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। ঐ সকল আন্দোলন যখন সংগঠিত হয়েছিল তখন আমাদের দেশের মানুষের তেমন কোন প্রাতষ্ঠানিক শিক্ষা ছিল না,যোগাযোগ ব্যবস্থা ভাল ছিল না তবুও তারা ন্যায়বোধের কারনে সংগ্রাম করেছিল।সবচেয়ে কষ্টদায়ক বিষয় হল আজ আমাদের দেশে এত স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় কত শিক্ষিত জ্ঞানী-গুণী মানুষ তবুও আজ আমাদের ন্যায়-অন্যায় বোধের খুবই অভাব।পাড়াপড়শীর দোষকে অন্যায় আর আপনজনের দোষকে ন্যায় বললে শান্তি কখনও আসবে না।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন