রাষ্ট্রভাষা হিন্দি চাই
লিখেছেন লিখেছেন পেন্সিল ১৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৭:৫২ সকাল
মামি দ্যাখে হিন্দি সিরিয়াল
ফুফু শোনে গান,
বুড়ো দাদু ঠোঁট রাঙায়
খেয়ে দিল্লির পান।।
ছোট্ট খুকির আধো বুলি
ক্যাসে হো তুম?
সারারাত ‘গজনী’ দেখে
ভাইয়ার চোখে নাই ঘুম।।
বন্ধুরা কয় হিন্দিতে কথা
আপু পড়ে ‘রাশি’র শাড়ি,
হিন্দিতে গাইল-ও পাড়ে
পাশের বাসার কামের ছেড়ি।।
দেশি জিনিস ভাল্লাগেনা
গায়ে পোষাক হিন্দুস্তানী,
দার্জিলিংয়ের চা খাবেন
জেদ ধরেছে বুড়ো নানী।।
সবকিছুতে ভারতীয় যখন
তবে রাষ্ট্রভাষা কেন নয়,
‘জয় বাংলা’ বলে সামনে বাড়ো
কিসের এত শঙ্কা-ভয়?
এসো তবে পথে নামি
দাবি মোদের একটাই,
ভারত প্রেমে মজনু মোরা
রাষ্ট্রভাষা হিন্দি চাই।।
.................পেন্সিল
বিষয়: বিবিধ
১৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন