ভাবনা

লিখেছেন লিখেছেন বটতলার সন্যাসী ২৮ জুন, ২০১৩, ০৭:১৯:২৩ সন্ধ্যা

সাগর পাড়ে একা থাকি,

ঢেউয়ের বাকে স্বপ্ন আকি।

শেওলা বহুল শৈবাল পানে,

চোখ যে কেবল কাছে টানে।

বাকা বাকা স্রোতের ধারা,

লাগে কত নজর কাড়া।

রৌদ্র পানির মিলন মেলা,

করছে কেমন মজার খেলা।

চোখ জুড়ানো সাগর তীরে,

মানুষ কেন বেশি ভীড়ে।

সবাই কেমন দৃষ্টি ধরে,

বালুর তীরে খেলা করে।

মাঝিরা তো ঢেউয়ের পাকে,

নিজ জীবনের স্বপ্ন আকেঁ।

নয়ন ভরে দেখছি আমি,

তাদের জীবন অনেক দামী।

এত কিছু করছে কে ভাই,

দেখতে কেবল তাকে যে চাই।

বিষয়: সাহিত্য

১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File