আবারো কিভাবে আসবো ভাবছি!
লিখেছেন লিখেছেন বটতলার সন্যাসী ২৭ জুন, ২০১৩, ০৯:১৮:২৬ রাত
ক্লান্তিহীন পথচলায় প্রতিনিয়ত পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাওয়ানো সত্যিই এক নি:স্বঙ্গ মানুষের জন্য কষ্টকর তবে এই পরিবর্তনই যে মানুষের একমাত্র কামনা। আমাদের এই ক্ষনিকের নিরন্তর পথচলায় নতুনের সন্ধানে ক্ষনস্হায়ী হয় সবকিছুই। আজকের যে বন্ধু কাল হারিয়ে যায় কিংবা অতীত হয়ে ভেসে আসে কখনো স্মৃতিপটে মনে রাখার মত কিছু থাক বা থাকে না অথবা কখনো স্বার্থপরতার আড়ালে অনেক কিছুই লোপ পায় তবে ভালবাসা বোধের অভাবে মানবতাবোধ টুকু কখনো হারালে সমাজ সময়েরই ক্ষতি হয়। আদর্শ হওয়ার চেয়ে উত্তম কিছু যে আর নেই । যাক যে কথা বলছি অনেক দিন আসা হয়নি অনেক ব্যস্ততার কারনে অথবা ব্যক্তিগত সমস্যার অথবা মাসখানেক সময়ের মধ্যে প্রিয় হয়ে উঠা একটি ব্লগের কারনে আর এখন তো পুরাই নি:সঙ্গ তবে ভাবছি আসব কারন না লিখি পড়া তো যাবে না হয় তা করেই কাঠিয়ে দেয়া যাবে খানিকটা সময়।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন