হলুদ মিডিয়াবৃত্তি আরকতকাল চলবে আদৌ বন্ধ হবে কি?

লিখেছেন লিখেছেন মিশন ০১ মার্চ, ২০১৩, ০৩:০৩:৫১ দুপুর

মিডিয়া হচ্ছে জনগনের কাছে খবর পৌছানোর একমাত্র মাধ্যম। সেই মাধ্যমই যদি হয় কলুষিত অর্থাৎ হলুদ সাংবাদিকতায় ভরা তাহলে জনগন নিরপেক্ষ সংবাদ কতটুকু পাবে সেটাই বর্তমানে একটি আলোচিত ইস্যু হয়ে দাড়িয়েছে। মিডিয়া নাকি স্বাধীন। কারও বিরুদ্ধে অন্যায় কিছু লেখা কোন তথ্য সম্পর্ক জনগনকে বিভ্রান্ত করাই কি মিডিয়ার স্বাধীনতা, না তা কখনই নয়। আজকেরসহ বিগত কয়েকদিনের পত্রিকাগুলোর দিকে তাকিয়ে বলতে পারি যে তাদের কি ধরনের এক সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে। আমি জানি না কেন পত্রিকাগুলো সরকারকে খুশি করার জন্য না সরকারের চাপের মুখে নতি স্বীকার করে হরহামেশাই জামাতসহ সহ বিরোধীদলের সংবাদকে তেমন গুরুত্ব দিয়ে ছাপছেন না। আর যদিও ছাপছেন তাও আবার মেইন বক্তব্যকে বাদ দিয়ে অর্থাৎ যে বক্তৃতা দিয়ে সরকারকে উস্কে দেয়া যায় সেরকম সংবাদ ছাপিয়ে। আজকে ফাসির রায়ের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল হয়েছে সেই মিছিলে পুলিশ গুলি চালিয়ে শহীদ করেছেন প্রায় ৮০ জনের মত ভাইকে সেখানে মিডিয়া ফলাও করে ছাপিয়ে দিয়েছে যে প্রায় ৩০ জনের মত মারা গিয়েছে। এমনকি আরও একটি বিষয় ভাল ভাবে লক্ষ্য করলাম যে অনেক পুরাতন কিছু ছবি বর্তমানের বলে চালিয়ে দেয় তা আজ অনলাইন বিডি নিউজ ২৪ দেখলাম। পিরোজপুরে আনন্দ মিছিল হয়েছে ২৮ শে ফেব্রুয়ারী ২০১৩ সালে আর তাদের মাথার ক্যাপে লেখা ২০১২। এইতো হচ্ছে মিডিয়ার মিথ্যাচার।



আর কিছু কাফের বা নাস্তিক টাইপের সাংবাদিকের কথা বলি যারা আমার বর্তমান তথাকথিত আধুনিক বোনদের ছবি সংগ্রহ করে থাকেন এবং সাক্ষাতকার ছেপে থাকেন। তার নমুনা আপনারা হয়তোবা দেখে থাকবেন সেইসব ছবি পরীক্ষার্থিদের বেলায়, কোন অনুষ্ঠানের যার একটি নমুনা আমি তুলে ধরলাম। আসলে এই আপুটি ভি সূচক দেখিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন এতগুলো ভাইয়াদের মাঝে। উনি কি বোঝাতে চেয়েছেন যে আমাকে অসংখ্যবার ইউজ করেন, আমাকে অসংখ্যবার ধর্ষন করেন, আমি অসংখ্যবার বুক উচিয়ে নাচতে পারি তারপরেও বলবো ভি। আর সেই ভি সূচকওয়ালা আপুর ছবি তুলে সাংবাদিক ভাইয়েরা কি বোঝাতে চেয়েছেন যে আপনি যদি ঐ আপুটিকে ইউজ, ধর্ষন বা বুক দোলানো নাচ দেখতে চান তাহলে এক্ষুনি চলে আসেন। তাই সাংবাদিক ভাইদের বলবো আপনারা এসব বিষয় একটু গভীরভাবে চিন্তা করবেন।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File