হিন্দুস্থানের দালালি ও সাঈদীর মামলার রায়
লিখেছেন লিখেছেন মিশন ০১ মার্চ, ২০১৩, ০১:৩৩:১৮ রাত
বিচারক নামের সরকারের যে দালালটা সাঈদীর ফাসির রায় দিল তার কাছে আমার একটি প্রশ্ন কি অপরাধে তাকে এই শাস্তি দেয়া হল। শুনলাম এই সাঈদী নাকি নাস্তিক জাফর ইকবালের মাকে ধর্ষন করেছিল যার ফলশ্রুতিতে তার নামে অভিযোগ দিয়েছিল কিন্তু তা প্রমানিত হয়নি। যদি প্রমানিত হত তাহলে বোঝা যেত যে সাঈদী আসলে রাজাকার ছিল এবং জাফরের মাকে ধর্ষন করেছিল যার কারনে জাফর খাচ্চা ঈমানদার হওয়ার কথা ছিল কিন্তু জাফর ইক-বালের নাস্তিক হওয়ার সম্ভাবনা একদমই ছিল না বলে আমি মনে করি। আজকাল দেশে শিক্ষক নামের কিছু কু খাদ্যের আর্বিরভাব হয়েছে যারা সরকারের পা চাটতে গিয়ে নিজেদেরকে অমানুষ হিসেবে পরিণিত করতে দ্বিধা বোধ করেন না সেরকম এক মুরতাদ হল মিঃ আনোয়ার হোসেন (জানোয়ার)। যার চামচামি উপলব্ধি করেছে বাংলার সচেতন জনগন। একইসাথে কিছু রাজাকার যারা নিজেদের পিঠ বাছানোর জন্য অন্যদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে এই চামচা নাস্তিকদেরকে বাংলার যমীন থেকে উচ্ছেদ করতে হবে। আজ আল্লামা সাঈদীর রায়ে অসন্তুষ্ট হয়ে যারা বিক্ষোভ মিছিল বের করেছিল কেন বিনা উস্কানিতে তাদেরকে গুলি করে শহীদ করে শত বাবামায়ের বুক খালি করে দেয়া হল তার জবাব এই তাগুত সরকারকে অবশ্যই দিতে হবে। আজকে যারা মারা গেল তারা মনে মানুষ না আর কিছুদিন আগে শাহবাগের যে ছাগলটা মারা গেল তাকে বলা হল শহীদ। তাগুত সরকারের প্রধানের মুখে আবার ধর্মের কাহিনী। যারা কিভাবে শহীদ হয় তাই জানে না আর সেই ছাগলটারে শহীদ উপাধি দিল আমারদেশের তিলকওয়ালী, হিন্দুস্তানের বউমা শেখ হাসিনা বউদি। অথাৎ চোরের মুখে রাম রাম। এখন দেশে গনতন্ত্রের নামে নতুন এক বাকশাল চালু হয়েছে যার নাম আওয়ামীতন্ত্র। যার পরিনামের শিকাড় হলেন আমার দেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এভাবে যদি আলেমদের ধ্বংস করে দেয়া যায় তাহলে জাফর ইক-বালের মত নাস্তিকেরা তাদের মেয়েদেরকে দিয়ে বাংলার দামাল ছেলেদের সেক্স উপভোগ করাতে পারবে। মদ, গাজা, নারী ধর্ষনের ডাবল সেঞ্চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি অনায়সেই করা যাবে বাধা দেয়ার কেউ থাকবে না। এটাই আওয়ামীতন্ত্রের হচ্ছে এদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে আমাদের বন্ধু নামের কলঙ্কিত দেশ হিন্দুস্তানি ভারত। অর্থাৎ এ দেশ ধীরে ধীরে পরিণিত হতে যাচ্ছে হিন্দুস্তানের অঙ্গরাজ্যে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকল না এই রায় বাস্তবায়নের মধ্য দিয়ে।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন