সাংবাদিকতা বিষয়ে সাংবাদিকদের আচরণ কেমন হওয়া উচিত

লিখেছেন লিখেছেন মিশন ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৬:৩৫ রাত

সাংবাদিক হচ্ছে সংবাদপত্রের প্রাণ। সবসময় একটি কথা আমি ভাবি যে সাংবাদিকেরা কেন হলুদ সাংবাদিকতা করেন? আমাদের দেশে কোথায় কি ঘটে যাচ্ছে তা আমরা জানতে পারি সংবাদপত্রের মাধ্যমে কিন্তু সেই সংবাদপত্রের সাংবাদিকেরা যদি হোন দলীয় মদদপুষ্ট হলুদ তোতা পাখি তাহলে আমরা কেমনে সঠিক সংবাদ জানতে পারব। আমি সেইসব হলুদ সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা লেখালেখি ছেড়ে দিয়ে অন্য কোন পেশায় নিজেদেরকে নিয়োজিত করেন। কেননা আপনারা এ পেশার যে মর্যাদা তা পালনে ব্যর্থ হয়েছেন। কেন শুধু মিছেমিছি কোন দলীয় বা ব্যক্তিগত স্বার্থকে পুজি করে মিথ্যাকে বানাচ্ছেন সত্য আর সত্যকে বানাচ্ছেন মিথ্যা। যদি মনে করেন যে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানিয়ে সাংবাদিকদের মাঝে অনেক বেশি জনপ্রিয় ও যাদের স্বার্থ হাসিল করার জন্য এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তারা তো সবসময় ক্ষমতায় থাকবেন না তখন আপনাদের কি হবে সে কথাটি একটি বাবের জন্য হলেও ভেবে দেখ উচিত বলে আমি মনে করি। আপনারা হচ্ছেন সত্যের কলম সৈনিক। আপনাদের লেখালেখিতে বাধা দেয়ার কেঊ নেই। যখন কোন ঘটনা আপনারা সংবাদপত্র তুলে ধরবেন তখন একটি কথাই মনে রাখবেন যে আসলে ঘটনাটি কি ঘটেছে, এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কে দায়ী সেটি সঠিকভাবে জেনে তারপর পত্রিকায় ছাপবেন। কারণ আপনার একটি লেখাই হতে পারে দেশের জন্য চরম বিপর্যের কারণ। তাই আপনি আপনার পেশাগত দায়িত্ব পালনের সময় অবশ্যই দলীয় স্বার্থ, ব্যক্তিস্বার্থ, সকল প্রকার ভয়ভীতির উধ্বে উঠে কাজ করতে হবে। সাংবাদিক ভাইয়েরা আপনারা যখন কোন বিষয়ে লেখালেখি করবেন তখন অবশ্যই এ কথাট মাথায় রাখবেন যে আমি যে সংবাদটি পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়ে দিচ্ছি তা আসলে কতটুকু সত্য, বেশি কিছু বাড়িয়ে লেখিনি তো, কারও স্বার্থে আঘাত লাগবে না তো, কারও স্বার্থ হাসিল হবে না তো, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না তো। সংবাদপত্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সংবাদ পরিবেশন বা প্রচারের ক্ষেত্রে তাদের প্রতিনিধি যে সংবাদ পাঠিয়ে দিয়েছে তা যাছাই বাছাই করা। আর নিজেদেরকেও সকল স্বার্থের উর্ধ্বে উঠে সত্য সংবাদ প্রচার বা পরিবেশন করবেন। তাহলেই আমরা প্রকৃত ঘটনা জানতে পারব।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File