পাগলের কবলে আর এক পাগল?
লিখেছেন লিখেছেন মিশন ১১ মে, ২০১৩, ১০:৩৮:২৮ রাত
মঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বক্তৃতা দিচ্ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি। মঞ্চে দৌঁড়ে উঠলেন ফুলবাড়িয়ার আলোচিত গোল্লা পাগল (৪২)। ঝাপটে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পা। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি। এ সময় পাগল তাঁকে বললেন, ‘আমার খাস জমি চাই।’ পরক্ষণে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার বিকাল সাড়ে চারটায় ফুলবাড়িয়া থানার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ অবাক কাণ্ড ঘটে।
এ ঘটনা দেখে অনুষ্ঠানের অন্য অতিথিরাও প্রশ্ন তুললেন, এতো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এ পাগল মঞ্চে উঠলো কীভাবে?’
বিস্ময়ভরা চোখে সবাই যখন এ বিষয়টি দেখছিলেন ঠিক তখনই দৌঁড়ে এলো পুলিশ। জোরপূর্বক পাগলকে নিয়ে গেল থানা হাজতে।
স্থানীয় পুলিশের দায়িত্বহীনতার এমন ঘটনায় মঞ্চে উপস্থিত ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) জোবায়েদুর রহমান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়ার ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া জানান, ‘গোল্লা পাগলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত মহাজোটের শরীক ফুলবাড়িয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুলবাড়িয়া পুলিশ কেমন দায়িত্ব পালন করে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের চোখেই আজ দেখে গেলেন। আজ যদি এখানে কোন অঘটন ঘটতো তখন পুলিশ হয়তো চেয়ে চেয়ে দেখতো।’
অনুষ্ঠানস্থলে উপস্থিত দৈনিক প্রভাতের ময়মনসিংহ প্রতিনিধি প্রধান নাজমুল হুদা মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ সাংবাদিকদের সরিয়ে দিলেও পাগলকে সরাতে পারেননি। এটি পুলিশের দায়িত্বহীনতার স্বাক্ষী।
Source: D Times
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন