কেন মিডিয়া বন্ধ করা হচ্ছে

লিখেছেন লিখেছেন মিশন ০৬ মে, ২০১৩, ১১:২৯:৩৬ রাত

বাংলাদেশ গনতান্ত্রিক দেশ তার নমুনা দেখতে পেলাম গতকাল গভীর রাত্রে যখন ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হতাহত করা হয়েছে অনেক লোককে। সেই ঘটনা সম্প্রচার করতে গিয়ে সম্প্রচার বন্ধ হওয়ার শিকার হয়েছে দিগন্ত ও ইসলামিক টিভি। সরাসরি সম্প্রচার করা যদি দোষের কিছু হয় তাহলে মিডিয়ার যে স্বাধীনতা দেয়া হয়েছে তা আসলে কি? একে একে বন্ধ করে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া। সরকারের সমালোচনা করাই যদি অন্যায় হয় তাহলে সরকার অন্যায় অবিচার বন্ধ করলেই তো পারে। তখন এসব মিডিয়া আর সমালোচনা করবে না। আমার এখন যেটা মনে হচ্ছে যে ঐসব মিডিয়াকে বন্ধ করে দেয়া হত না যদি তারা সরকারের প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রীরা কখন কোথায়, কিভাবে, কার সঙ্গে সময় কাটান, কিভাবে তাদের নাভীর নিচের লোম তোলেন, কখন বউয়ের সাথে সহবাস করেন তা যদি সরাসরি দেখাত তাহলে মনে হয় এরকমটি হতো না। তাই এখন যেসব মিডিয়া আছে তাদেরকে বলবো আপনারা আমাদের দেশের নিজেদের নাভীর লোম উঠানো ও অন্য নাভীর নিচের লোম উঠানোর চেষ্টা করেন সেইসব পাতিমন্ত্রী ও চুকুমবোদাই (বেকুব) পাতিনেতাদের সকল কর্মকান্ড সরাসরি সম্প্রচার করেন তাহলে তারাও খুশি থাকল এবং আপনাদের মিডিয়াও সম্প্রচার বন্ধের হাত থেকে রক্ষা পাবে।

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File