বাবা বাইরে কেন ? বাবা কি দোষ করেছিল সে তো ওদের মদদ দাতা

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ২১ মার্চ, ২০১৩, ০১:০৪:৫২ দুপুর

দিন দিন মানবতার বিপর্যয় হচ্ছে আর মানবতা অধিকার সংস'া কর্মিরা চোখে টিনের চশমা দিয়ে বসে আছে। চোখে বাইনোকোলারের উল্টো দিক থেকে দেখছেন নারী আন্দোলন কর্মিরা। ডা. মিজানুর রহমান, সালতানা কামাল আপা অনেক কিছুই দেখতে পাচ্ছে না , বলতে পারছেন না কারণ মুখে সুপার গুলু লাগিয়ে দিয়েছে কোন অদৃশ্য শক্তি। ইসলামি মানুষদের মানবতা থাকতে নেই , পর্দাশীল নারীদের নারী অধিকার থাকতে নেই। ২/৩দিন আগে দেখলাম দুই ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে জামাত-শিবির কর্মিরা। গ্রেফতার করা হয়েছে এলাকার চেয়ারম্যান সহ জামাতের কয়েক জন কর্মিকেও। পত্রিকায় বেশ মোটা করে ছাপা হলো। কিন' পরেই ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মী রা হামলা করে জামাত কর্মির বাড়িতে ভাংচুর করা হয় জামাত কর্মির বাড়ি ধারালো অস্ত্রের আঘাতে এক মহিলার হাতের ৪টি আগুল আলাদা হয়ে যায়, কাটা হয় জামাত কর্মির বাবার পায়ে রগ। কিন' সে ব্যাপারে ১/২ টি পত্রিকা ছাড়া কোথাও দেখা গেলনা । প্রশাসন কোন গ্রেফতার ও করতে পারেনি। ডা. মিজানুর রহমান দেখেও না শোনেও না । তার আবার তত্ত্বাবধায়ক সরকারে প্রধান হওয়ার শখ হয়েছে তাই দু’নেত্রীকে সংলাপে বসানের উদ্দ্যেগ নিতে ব্যসত্ম হয়ে পরেছেন। তিনি বুঝতে পারছেন না বর্তমান সরকার যদি তার আকাংখা বুঝতে পারে তাকে ড. ইনুসের মত অবস'া হয়ে যাবে। যাই হোক মুল কথা

গত কাল থেকে দু’একটি পত্রিকায় দেখলাম ইসলামী ছাত্রী সংস'ার ১৬ নেত্রী ও ছাত্র শিবিরের দুই কর্মিদের গোপন সংবাদের বৃত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চতুর্থতলা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা নাশকতার ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করা হয়েছে। এদে ১/২ ছাড়া প্রত্যেকেই স্কুল -কলেজ পড়-য়া ছাত্রী। তাদের গ্রেফতারের পরে থানায় আনা হয়েছে এর মধ্যে এই পরিবারের (৫ জন) মেয়ে, ছেলে ও মা সবাইকে জেলে পাঠানো হয়েছে। আশা করি গত বারের মত এবারো সুলতানা কামাল আপা নিশ্চুপ থাকবেন আর ডা. মিজানুর রহমান তো শুনবেনই না দেখবেনও না আর লোকদেখানো কান্নাও করবেন না। প্রশাসন কর্মকর্তাকে বলবো দয়া করে ঐ পরিবারে কর্তাকে এদের নাশকতার মদদ দাতা হিসেবে গ্রেফতার করে রেকর্ড করম্নন । তা নাহলে আপনার রের্কডে সুযোগ বা পুরস্কার পাওয়ার সুযোগ হাত ছাড়া হয়ে যাবে। সুযোগ বার বার আসেনা। ধিক্কার জানাই এই সকল পুলিশ কর্মকর্তাদের যারা মা, বোন দের সম্মান নিয়ে খেলা করছে সম্মান দিতে জানে না।

বিষয়: রাজনীতি

১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File