জামাতের দিকে তাকালে আপত্তি না থাকলে সাঈদির দিকে তাকালে জনগনও তাকিয়ে পরতে পারে
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১৬ মার্চ, ২০১৩, ০৪:৪৩:৪১ বিকাল
বেশ কিছু দিন ধরেই আমাদের দেশের কিছু সাংবাদিক জামাতের বিপরীতে লিখতে আনন্দোবোধ করে। পুলিশীদের মত সাংবাদিকরাও অতিউৎসাহের সংঙ্গে জামাতের বিপরীতে লিখে যাচ্ছে। আমাদের গনমাধ্যেম গুলো অন্য সরকার আমলে যতটা স্বাধীন থাকে বর্তমানে তার চেয়ে শত গুন কম স্বাধীন থাকেন আওয়ামীলীগ সরকারের আমলে। এ ব্যাপারে বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা অনেক ভাল জানেন। স্বাধীনতার এত বছরে আপনারা জামাতের বিপরীতে কেন লিখলেন না, না কি বিগত ২/৩ বছর নতুন করে খারাপ হয়ে গেল। দোষী প্রমাণ করার কাজ সরকারের আপনাদের কাজ সঠিক চিত্র জনগনের সামনে তুলে ধরা। কাউকে কাউকে বলতে শুনি গনমাধ্যেম গনতন্ত্রের আয়না। কারণ কেউবা বলে সাংবাদিকতা পবিত্র দায়িত্ব। দুটির যে কোন একটি মেনে নিয়ে সাংবাদিকতা পেশায় যদি করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ অপসাংবাদিকতা করবেন না। যাই হোক জামাতের বিরম্নদ্ধে লেখালেখি বা জামাতের রাজনীতি বন্ধের জন্য জামাত বিরোধীদের চেয়ে কিছু কিছু সাংবাদিক অতি উৎসাহি এটাও আপনার ব্যাপার আপনি আপনাকে সাংবাদিক হিসেবে উপস'াপন করবেন কি নিজেকে হলুদ সাংবাদিক হিসেবে পরিচিতি নিবেন এটা একানত্ম আপনার ব্যাপার । কিন' জনগনের কোন কিছু তে বা দেশের সম্পদ করার অধিকার যেমন কারো নেই তেমনি সম্পদা রড়্গা করার দায়িত্ব আমাদের । আপনারা ভাল করে জানের জামাতের চেয়ে মাওলানা সাঈদির ভক্তের সংখ্যা বাংলাদেশে বা দেশের বাইরে কত লড়্গ। দেশ ও বিদেশে খ্যাতি আর সুনাম কতটা। বাংলাদেশে জামাতের লোকেরাই মাওলানা সাঈদীকে ভালোবাসেনা। সাঈদীকে মনেপ্রানে ভালোবাসে না এমন কোন দল নেই যে দলের ভেতরে সাঈদীরে ভক্ত নেই। আর সাধারণ জনগনের ভেতর লাখ লাখ ভক্ত সাঈদীর । সুতরাং সাঈদী শুধু জামাতের না সর্বদলীয় সাধারণ জনগনের সেই সাথে রাষ্ট্রেরও সম্পদে হিসেবে পরিণত হয়েছে। যে কারনে সাঈদীর মুক্তিতে যদি কেউ ব্যানার, ফেষ্টুন বা জীবন দেয় তাহলে তাকে জামাতি বলে অপবাদ করবেন না। তা নাহলে জনগনের সম্পদ জনগনই বাচাঁবার চেষ্টা করবেন। চট্টগ্রামের সাঈদীর ফাঁসির রায়ের পরে সহিংসতা জমাতের তান্ডব না বলে উলেস্নখ না করে সাঈদী প্রতি ভালবাসার ব:র্হীপ্রকাশ বলতে পারেন। জামাত কেন সহিংসতা করছে তা না বলে শুধু তান্ডব বললে মনে হয় সাংবাদিকতা পেশাকে ঘৃনা করতে । সঠিক চিত্র তুলে ধরম্নন তা নাহলে এই বর্হিপ্রকাশ অন্য দিকে ঘুরে বসতে পারে বলে মনে হয়। তাই জামাতের দিকে তাকালে আপত্তি না থাকলে সাঈদির দিকে তাকালে জনগনও তাকিয়ে পরতে পারে।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন