হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রূহী বনাম যুদ্ধাপরাধ বিরোধী গণ জাগরণের অগ্র সেনানী বিতকির্ত ডা: ইমরান এইচ সরকার

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১১ মার্চ, ২০১৩, ০১:০৭:১৬ দুপুর

[b]খেলাফত ইসলাম এর গনজাগরণ মঞ্চে সমাবেশ করার ঘোষনা দিয়েছে[/b]

হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রূহী বনাম যুদ্ধাপরাধ বিরোধী গণ জাগরণের অগ্র সেনানী বিতকির্ত ডা: ইমরান এইচ সরকার

Happyহেফাজতে ইসলাম বনাম তথাকথিত গনজাগরণ মঞ্চ

মাওলানা মঈনুদ্দিন রূহী বনাম ডা: ইমরান

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী বনাম স্লোগান কন্যা লাকি আক্তার

অন্যান্য ইসলামী বনাম ব্লগার আরিফ জেবতিকসহ নেতৃবৃন্দ

পুলিশলীগ বনাম ইসলামী জনতা Happy

চট্টগ্রামে গণ জাগরণ মঞ্চের মহা সমাবেশ যে কোন মূল্যে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে বদ্ধ পরিকর। হফাজতে ইসলাম ঘোষিত হরতাল আহবানের জবাবে গণ জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ এমনই সিদ্ধান্ত নিয়েছেন । যুদ্ধাপরাধ বিরোধী গণ জাগরণের অগ্র সেনানী ডা: ইমরান এইচ সরকার, স্লোগান কন্যা লাকি আক্তার, ব্লগার আরিফ জেবতিকসহ নেতৃবৃন্দ এ দিন চট্টগ্রামের গণ জাগরণ মঞ্চের সমাবেশে বক্তব্য রাখবেন

আগামী বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজত ইসলাম, বাংলাদেশ।এদিকে ওই মহাসমাবেশকে চ্যালেঞ্জ করে গত শনিবার রাতে হরতালের ঘোষণা দেয় হেফাজত ইসলাম নামে এ সংগঠনটি।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রূহী বলেন, চট্টগ্রামের মাটিতে ব্লগারদের প্রতিহত করতে এ হরতালের ডাক দেয়া হয়েছে। নাস্তিক ব্লগারদের চট্টগ্রামের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। একই কথা বললেন হেফাজতের সমমনা নেজামে ইসলামী পার্টির চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ১৩ মার্চের হরতালে আমার দলসহ অন্যান্য ইসলামী দলগুলোর সমর্থন রয়েছে।

ধন্যবাদ সকলকে কোন ভূল হলে মাফ করবেন|

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File