জাসদের নেতা মাইন উদ্দিন খান নিজেকে রাসুল (সা এর সাথে তুলনা করলেন
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০৫ মার্চ, ২০১৩, ১২:০৯:৪৪ দুপুর
জাসদের কার্যকরী সভাপতি মাইন উদ্দিন খান বাদল বলেন, রাসুল (সা.) যখন মক্কায় ছিলেন, তখন তিনি ছিলেন ধর্মপ্রচারক। রাসুল (সা.) মদীনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি মদীনা সনদ প্রতিষ্ঠা করেছেন। যারা মদীনা রাষ্ট্রের বিরোধিতা করেছেন তাদের মদীনা থেকে চলে যেতে বলেছেন। মোহাম্মদ (সা.) এর উম্মাহর বিরোধিতার জন্য রাসুল বনী কোরায়জার ৬শ’ লোকের কল্লা কেটে দিয়েছেন। রাসুল যদি ৬০০ বিদ্রোহীর বিচার করতে পারেন তবে আমি কেন আমার বাবা-মা-বোন-ভাই হত্যার বিচার করতে পারব না। তাহলে আমরা কেন বাঙালি উম্মতের বিরোধিতাকারীদের বিচার করতে পারব না। ইসলাম বিরোধি আরো মনত্মব্য দেখতে নিচের লিংকটি দেওয়া হলো
http://www.amardeshonline.com/pages/details/2013/03/05/190611#.UTWEZlfYDAk
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন