প্রজন্ম ৭১ হলে প্রজন্ম ৭৫ কেন নয়

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৮:৩৩ সকাল

হঠাৎ মনে একটি প্রশ্নে আতকে উঠি। দেশের এই অন্ধকার থেকে কোনও দিন মুক্তি পাবও নাকি জাতি শুধু পেছনেই ফিরবে । কেন সামনে যেতে পারছি না? যেখানে পৃথিবী অন্যান্য দেশ শত শত বছর এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা ৭১,৭২,৭৫ এর মধ্যে আটকে আছি। সত্যি বলতে কলা খেজুরের কাটা কখনো সুচালো করে দিতে হয় না জন্ম থেকে সুচালো হয়। স্বাধীনতার জন্য যুদ্ধ করে লড়্গ্য শহীদের রক্তের বিনিময়ে এদেশ, আমার মা, শত কোটি শ্রোদ্ধা জানাই শহীদদের । যাদের রক্তের বিনিময়ে আমার মা স্বাধীন। হায়নাদের কাছ থেকে মুক্তির জন্য যার আহ্বান যার ভাষনে জয়বাংলা ধ্বনিতে হয়েছিল ৭১, লাড়্গ মুক্তিযোদ্ধার অংশ গ্রহণ, হাজারও পাকিসত্মানি দোষর, আলবদর, শানিত্মবাহিনী, আলশামস্‌, বন্ধু দেশের সাহায্যে, শত্রম্ন দেশের অসহযোগিতা, যাই হোক দেশ মুক্তি পেয়েছিল। বিজয়ের পরে সেই আহ্ববায়ক নিজেই হায়নার ভূমিকায় চলে যাবে জাতি কখনোই বুঝতে পারেনি। রাতারাতি পাল্টে গেল তার সমসত্ম চিনত্মাধারা কে জানে। নাকি ড়্গমতার লোভে সমসত্ম শহীদের বিপদে ফেলে ছিলেন, নাকি কারো ইন্ধোনে আহ্ববায়ক আহ্বান করেছিলেন ব্যাপারটা পরিস্কার নায়। একমাত্র তিনিই যানে কেন রাতারাতি একনায়কতন্ত্রের চিনত্মা মাথায় এলো। যাই হোক কেনই বা তৈরি হলো ৭৫। স্বাধীনতার এত বছর পর আবারও সেই অদৃশ্য আহ্বান। তৈরি হলো প্রজন্ম ৭১। সেই একই কণ্ঠস্বর বাজছে জয় বাংলা ধ্বনি। রয়েছে মুক্তিযোদ্ধারা, মুক্তযোদ্ধাদের সনত্মানেরা, রয়েছে হাজারও পাকিসত্মানিদের দোষর, দোষরদের সনত্মানেরা, ৭১ এর সেই বন্ধুদেশ পাশে রায়েছ, দূরে রয়েছে অসহযোগি দেশ, হয়তো সেদিনের মত দেশ আবারও মুক্তি পেতে যাচ্ছে। বিজয়ও হয়তো হবে। কিন' আজ সেই প্রশ্ন মনে, বিজয়ের পরে কি সেই একনায়কতন্ত্রের ধ্বনি বাজবে। তাহলে মনে ভয় জাগে প্রজন্ম ৭১ হলে প্রজন্ম ৭৫ অপেড়্গা করছে। আমরা পেছন থেকে মুক্তি চাই। এই পেছনে ফেরা না থাকলে জাতি কি শত শত বছর সামনে না যেতে পারলেও অর্ধশত বছর এগিয়ে যেতে পারত না।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File