আ:লীগ ধ্বংসে নেমেছে সাবেক স্বরাষ্টমন্ত্রী নাসিম

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২৭:৩৪ দুপুর



আ:লীগের প্রাবীন নেতা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী বেশ ধাপটের সাথে মন্ত্রনালয় চালিয়ে ছিলেন। ১০০ হাত মাটির নিচ থেকে সন্ত্রাসী গ্রেফতার করিয়ে ছিলেন। অবশ্য কাজে নয় মুখে। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। কিন্তু দু:খে বিষয় তিনি দীর্ঘ দিনে দলে কোন ঠাস অবস্থায়। সংস্কারপন্থী ছিলেন মনে হয়। তাই তোফালে আহমেদ, আব্দুর রাজ্জাক সহ অনেক প্রবীন নেতার কপালে যা হয়েছে ওনারও তাই হয়েছে। যাই হোক প্রবীন এই নেতা অবশ্যই তিনি আশা করে ছিলেন মন্ত্রীত্ব কিন্তু কপালে জুটেনি। তোফায়েল আহমেদের পারিবারিক সুত্রে জেনে ছিলাম মন্ত্রীত্ব না পেয়ে তিনি নাকি ২ দিন পানি বাদে কিছুই মুখে দেয়নি। কয়েবার মন্ত্রী পরিবর্তন হলে সেখানেও প্রবীন এই নেতাদের স্থান জুটেনি। শুধু কালোবিড়াল স্থান পেয়ে ছিল তিনি দাদাদের (ভারত) দালাল তারই কারনে। কিন্তু তাকে দলীয় নোংড়ামির মাধ্যেমে কালোবিড়াল বানিয়ে দপ্তরহীন মন্ত্রী বানিয়ে রেখেছেন।

এরই ফলসুত্রিতে মন্ত্রীত্ব না পাওয়ার শোকে প্রতিশোধ নেবার সময় এসেছে। তাই প্রতিশোধ নিতে ষড়যন্ত্রে নেমেছেন। এই ষড়যন্ত্রের নমুনা হিসেবে দেশের এরকম নির্বাচন নিয়ে সংশয়, বিরোধীদল সরকারী দলকে বিশ্বাস করতে পারছেনা। অন্যদিকে সরকার যে নির্বাচনের ছক একেছে তাতে দেশবাসী উদ্বিগ্ন। ঠিক এই সময় একজন দায়িত্বশিল নেতা হয়ে কিভাবে প্রশাশনকে এরকম হুমকি দামকি দিয়ে বক্তব্যদেন। তিনি বলেছেন-

বুধবার সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় বলেন,

বিএনপি ২৪ অক্টোবরের পরে যে কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যারা প্রশাসনে আছেন, তারা যদি ওই সময় সরকারের কথা মতো না চলেন, তাহলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে তাদের কপালে দুঃখ আছে বলেও তিনি হুমকি দেন।

নাসিম বলেন, আমাদের ক্ষমতা থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এ সময় সংসদও বহাল থাকবে।

গার্মেন্টস সেক্টরের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্বে থেকে অহেতুক কথা বলে সরকারকে বিব্রত করবেন না।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচনের হাওয়া বইছে, মানুষ ভোট দিতে প্রস্তুত। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, আন্দোলন মিস করেছেন। এখন নির্বাচনের জন্য প্রস্তুত হন।

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তির আশ্রম নয়, মাঠে থাকবে এবং আপনাদের সকল নৈরাজ্য প্রতিহত করবে।

‘একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না’ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দল নেতা বেগম খালেদার জিয়ার এ বক্তব্যের জবাবে নাসিম বলেন, আপনার এবং আপনার স্বামীর মতো একদলীয় নির্বাচন করাবো না। আপনাদের নিয়েই নির্বাচন করতে চাই।

তার এই বক্তব্য দেশের জনগনের মাঝে অবশ্যই বিরূপ প্রতিক্রিয়া হবে। জনগন যাতে আ:লীগের উপর বিরক্ত হয় সেই জন্যই তার এরকম লাগামহীন সন্ত্রাসীমূলক বক্তব্য।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File