বাংলা নিউজ২৪ আর ৭১ টেলিভিশন সত্যিকারের একটা বা...........দ.

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩৮:২০ বিকাল



‘‘আজ তেতুঁল তত্ত্ব নিয়ে শ্রমিক সমাবেশ” শিরোনাম সাটিয়ে দিয়েছে বাংলানিউজ২৪ । লিখেছেন আহমদ শফীর দেওয়া ‘ তেঁতুল তত্ত্ব’ এর প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে পোশাকক শ্রমিক মহামাবেশে নারী শ্রমিকরা সমালোচান করছে। এই সমাবেশে প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমম্বয়ক পরিষদের আহ্বায়ক শাজাহান খান। এছাড়াও অনেক শ্রমিক নেতা নেত্রীরা।

অন্য দিকে দুপুরে টিভি সংবাদ শিরোনামে দেখলাম। সোহরাওয়ার্দী উদ্যানে পোশাক শ্রমিক ন্যায্য মজুরীর দাবীতে মহাসমাবেশ করছে। কয়েকটা চ্যানেল পার হতেই দেখলাম ৭১ টেলিভিশন। যথা রীতি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী লাইভ কাষ্ট তো করতেই হবে। তাই তারা লাইভ দেখাছেন। লাইভদেখাচ্ছেন এটার চেয়ে মজার ব্যপার হলো। তাদের স্ক্রোলে লেখা যাচ্ছে , ন্যায্য দাবীর আদায়ে পোশাক শ্রমিকদের মহাসমাবেশ চলছে। বিভিন্ন নেতারা ভক্তব্য দিচ্ছেন , তারাও একই কথা বলছেন। শ্রমিকদের সর্বনি¤œ মুজুরী ৮০০০ হাজার টাকা করার দাবীতে মহাসমাবেশ করছেন। কিন্তু ৭১ টিভির খেলা হচ্ছে তারা যে ব্যক্তিই বক্তব্য দিচ্ছে তার পাশে ছোট করে আল্লামা শফীর তেতুল তত্ত্বর ভিডিও টা দেখাচ্ছেন। এতে এমন একটা ভাব মনে হচ্ছে প্রত্যকে নেতারা আল্লামাহ শফীর তেতুল তত্বœীয়ে কথা বলছে।

এখন ব্যাপরটা স্পষ্ট হয় যে, এখানে শ্রমিকদের বলা হয়েছে ন্যায্য মুজুরীরর দাবীতে মহাসমাবেশ ডাকা হয়েছে। অন্য দিকে ৭১ টিভি ও বাংলা নিউজ২৪ দ্বারা মিডিয়া কভারেজ হিসেবে দেখানো হচ্ছে আল্লামা শফীর তেতুঁল তত্ত্ব এর প্রতিবাদে সমাবেশ হচ্ছে।

এখন এখানে আরোও একটি বিষয় স্পষ্ট যে, এই এই গামেন্টর্স গুলো জোর করে বন্ধ করে এদেকে আনা হয়েছে। যার কারণ হচ্ছে হেফাজতে ইসলামের আজ ওলামায়ে সম্মেলন এবং সেখান থেকে নতুন কর্মসূচী আসতে পারে। ঠিক এর কাউন্টারে এই শ্রমিক মহাসমাবেশ।

‘‘আজ তেতুঁল তত্ত্ব নিয়ে শ্রমিক সমাবেশ” শিরোনাম সাটিয়ে দিয়েছে বাংলানিউজ২৪ । লিখেছেন আহমদ শফীর দেওয়া ‘ তেঁতুল তত্ত্ব’ এর প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে পোশাকক শ্রমিক মহামাবেশে নারী শ্রমিকরা সমালোচান করছে। এই সমাবেশে প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমম্বয়ক পরিষদের আহ্বায়ক শাজাহান খান। এছাড়াও অনেক শ্রমিক নেতা নেত্রীরা।

অন্য দিকে দুপুরে টিভি সংবাদ শিরোনামে দেখলাম। সোহরাওয়ার্দী উদ্যানে পোশাক শ্রমিক ন্যায্য মজুরীর দাবীতে মহাসমাবেশ করছে। কয়েকটা চ্যানেল পার হতেই দেখলাম ৭১ টেলিভিশন। যথা রীতি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী লাইভ কাষ্ট তো করতেই হবে। তাই তারা লাইভ দেখাছেন। লাইভদেখাচ্ছেন এটার চেয়ে মজার ব্যপার হলো। তাদের স্ক্রোলে লেখা যাচ্ছে , ন্যায্য দাবীর আদায়ে পোশাক শ্রমিকদের মহাসমাবেশ চলছে। বিভিন্ন নেতারা ভক্তব্য দিচ্ছেন , তারাও একই কথা বলছেন। শ্রমিকদের সর্বনি¤œ মুজুরী ৮০০০ হাজার টাকা করার দাবীতে মহাসমাবেশ করছেন। কিন্তু ৭১ টিভির খেলা হচ্ছে তারা যে ব্যক্তিই বক্তব্য দিচ্ছে তার পাশে ছোট করে আল্লামা শফীর তেতুল তত্ত্বর ভিডিও টা দেখাচ্ছেন। এতে এমন একটা ভাব মনে হচ্ছে প্রত্যকে নেতারা আল্লামাহ শফীর তেতুল তত্বœীয়ে কথা বলছে।

এখন ব্যাপরটা স্পষ্ট হয় যে, এখানে শ্রমিকদের বলা হয়েছে ন্যায্য মুজুরীরর দাবীতে মহাসমাবেশ ডাকা হয়েছে। অন্য দিকে ৭১ টিভি ও বাংলা নিউজ২৪ দ্বারা মিডিয়া কভারেজ হিসেবে দেখানো হচ্ছে আল্লামা শফীর তেতুঁল তত্ত্ব এর প্রতিবাদে সমাবেশ হচ্ছে।

এখন এখানে আরোও একটি বিষয় স্পষ্ট যে, এই এই গামেন্টর্স গুলো জোর করে বন্ধ করে এদেকে আনা হয়েছে। যার কারণ হচ্ছে হেফাজতে ইসলামের আজ ওলামায়ে সম্মেলন এবং সেখান থেকে নতুন কর্মসূচী আসতে পারে। ঠিক এর কাউন্টারে এই শ্রমিক মহাসমাবেশ।

বিষয়: বিবিধ

১৬৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File