জামায়াত-শিবিরের লোকজন হঠাৎ মিছিল বের করএসময় পুলিশের গুলিতে কমপক্ষে শিবিরের ১৫ জন গুলিবিদ্ধ হয়

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৫:৩১ দুপুর

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে জামায়াত-শিবিরের লোকজন হঠাৎ মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। রাজধানীর মতিঝিল ও কারওয়ানবাজারের জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মতিঝিলে শতাধিক রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মতিঝিল এজিবি কলোনি থেকে স্থানীয় একজন বাসিন্দা বাংলানিউজকে ফোন করে এ তথ্য জানিয়েছেন।

কলোনির ওই বাসিন্দা জানান, শিবিরের লোকজন কলোনির একটি মসজিদে আশ্রয় নিয়েছে। সেখানে পুলিশ তাদের ধাওয়া দিয়েছে।

যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের বিচার বানচাল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবিতে এ সহিংসতা করছে জামায়াত-শিবির।

এদিকে, কারওয়ানবাজারের মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এখানে ঝটিকা মিছিল শেষে শিবিরের লোকজন গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি করে। শেষ খবর, দুপুর ২টা পর্যন্ত এই এলাকায় পুলিশ-শিবির গোলাগুলি চলছে।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File