মাওলানা সাঈদী সরকারের মূল টার্গেট

লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৭:৫৮ দুপুর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন- শাহবাগ চত্বরের আন্দোলন চলবে। রায় ঘোষণার দিন সকালে আন্দোলনকারীরা শাহবাগ চত্বর ছেড়ে আন-র্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস'ান নেবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ছাত্র ইউনিয়নের সাবেক সভপাতি খান আসাদুজ্জামান মাসুম। তিনি বর্তমান যুব ইউনিয়নের সম্পাদক মন্ডলীর সদস্য।

এই ঘোষনায় কি বোঝা যায়। ব্যপারটা স্পষ্ট আনর্ত্মজাতীক অপরাধ ট্রাইবুন্যাল যেমন আওয়ামীলিগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তেমনি এই শাহবাগ স্কয়ারও বাম পনি' ও ছাত্রলীগ, আওয়ামীলিগ দ্বারা নিয়ন্ত্রন হচ্ছে। কিছু অবুঝ এদের সাথে একাত্মতা ঘোষনা করছেন।

স্কাইপে এর সংলাপে বিচারপতির আলোচনায় স্পষ্ট হয়েছে যে সাঈদিকে এক সেকেন্ডের জন্য শাসিত্ম দেওয়া সম্ভব হবে না। তাই সারাদেশ থেকে বাম ও আওয়ামীলিগ কর্মি এসে এই আন্দোলন সাঈদির রায়ের পযনর্ত্ম জমিয়ে রাখতে হবে।

এই ঘোষনায় স্পষ্ট যে , মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদিই সরকারের মূল টার্গেটে পরিণিত হয়েছে।

এই ধরণের ঘোষনা দিয়ে আন্দোলনকে বিভ্রানত্ম না করে আমরা বলতে পারি সকল যুদ্ধাপরাধীদের সঠিক বিচার সম্পন্ন না হওয়া পর্যনত্ম আমরা আমাদের আন্দোলন চালিয় যাবও।

ধন্যবাদ সকলকে

বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File