বন্ধুরা হাসবো না কান্না করবো একটু সাহায্যে করবেন পরামর্শ দিয়ে।
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ২৯ জুলাই, ২০১৩, ০৩:৫৪:০২ দুপুর
বন্ধুরা একটু অশ্লীল হলেও একটা চুটকি না বলে আর পারছি না।
চাঁদ লেখতে গেলে (দ) লাগে,
আবার গুদ লিখতে গেলেও (দ) লাগে
কিন্তু একই দ আগের শব্দের জন্য অর্থটা কি দাড়ায়।
তেমনি পেট মোটা হলেই দারোগা হয় না।
যুবলীগের নেতা জয়ের বক্তব্যর তুলনা করলেন বারাক ওবামার বক্তব্যর সাথে । তিনি খুজে পেলেন জয়ের বক্তব্য ওবামার মত। বন্ধুরা আপনার একটু বক্তব্য দুটি দেখে একটু জানাবেন কোথায় ওবামা আর জয়ের বক্তব্যর মিল।
‘আমার কাছে তথ্য আছে আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে’ -সজীব ওয়াজেদ জয়
আমি নিশ্চিত আমাকে জনগণ আবার নির্বাচিত করবে।”- বারাক ওবামা।
তেল দেয়ার একটা সিমা থাকা উচিত এতো আনলিমিটেড তেল তো সহ্য করা অসম্ভব হয়ে পরছে।
আর ওনার কথা মত যদি মিল কেউ মিল পেয়ে থাকেন তাহলে জয় বাবা কি কপি, পেষ্ট বক্তা।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দাবি করেন, “ওবামার বক্তব্যের মতো জয়ের বক্তব্যও দেশে বিদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে। ওই বক্তব্যে নেতা-কর্মীরা আগামী দিনের কর্মপরিকল্পনার রুপরেখো পেয়েছে। পাঁচ সিটিতে পরাজয়েরে পরে হতাশ নেতাকর্মীরা নতুন করে সুসংগঠিত হবার প্রেরণা পেয়েছে।”
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন