হায়রে গাজাঁ খোরের দল কবে হবি সচেতন
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৭:৪৩ বিকাল
হায়রে হায়রে গাজাঁ খোরের দল কবে হবি সচেতন ।
গাজা খেয়ে হয়েছিস অচেতন।
চেতনার অভাব নিয়ে করছিস আন্দোলন।
চল্লিশ বছর আগে আমার ভাই গেছে মরে
সেটা নিয়ে কাদছিস তোরা জোড়ে।
আগামি কাল যে জ্যান্ত ভাইটার জান নিবে কেড়ে।
পুলিশ মামা বন্দুক নিয়ে আছে দাড়িয়ে।
চোখ খুঁেচ উঠিয়ে দিবে তোরই সামনে ফেলে।
কালও ঠিক চুপকরে থাকবি শুধু চেয়ে।
গাাঁজা যখন ছেড়ে তোর আসবে মাথায় হুস
সেদিন বলবি ভুল করেছি হারিয়ে ছিলাম হুস।
দাড়ে দাড়ে ঘুরবি শুধু কাদবি ভাইয়ের লাগি।
আন্দোলনে গেলাম কেন মৃত্যটার লাগি।
সচেতনতা থাকলে মোরা লড়তাম জ্যান্তটার লাগি।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন