কেন,কে,কোন, কোথায় কোথায় অবস্থান সরকারের প্রস্তুতি, আপনার প্রস্তুতি।
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১৫ মে, ২০১৩, ০২:০৪:২৩ দুপুর
কেন আসছে ঘূর্নিঝড় মহাসেন?
কেন আসছে মহাসেন?
কে পাঠাচ্ছে মহাসেন ?
কোন উদ্দেশ্যে আসছে?
এসে তার কর্যক্রম কি হবে?
কোথায় কোথায় অবস্থান করবে?
এই মহাসেন নিয়ে নানা প্রশ্ন জন্ম নিচ্ছে সাধারন মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের মনে। এরই মধ্যে সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে এই মহাসেনকে মোকাবেলা করার জন্য।মাননীয় প্রধান মন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। প্রশাসনকে শতর্ক থাকতে বলা হয়েছে।
মহাসেন নিয়ে সরকারের বিভিন্ন মহলের বক্তব্য-
প্রধান মন্ত্রী- যুদ্ধাপরাধীদের বিচার বান চাল করতে মহাসেন আসছে।
আশরাফ- মহাসেন যত শক্তিশালীই হোক কঠোর হস্তে দমন করা হবে।
মখা বলেছেন- মেৌলবাদীদের কান্না কাটিতে মহাসেন আসছে।
হানিফ- দেশের মানুষ মহাসেন কে প্রত্যাখ্যান করেছে।
মায়া- মহাসেন প্রতিরোধ করতে নেতা কর্মিরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করবে।
দিপু মনি- আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্কের কোন ঘাটতি হবে না।
নাসিম- শেখ হাসিনার নেতৃত্বেই এই মহাসেন মোকাবেলা করা হবে।
কালো বিড়াল- মহাসেনের ভেতর সেন খুজে বের করবই।
আইন মন্ত্রী- মহাসেনর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদেশিদের কোন চাপ নেই।
আবুল মাল- রসিক মহাসেন।এই স্বাভাবিক বড় কোন কিছু না।
কামরুল- মহাসেন যত ক্ষমতাধর হোক তাকে আইনের আতায় আনা হবে।
হাছান মাহমুদ- পাকিস্তানের সহায়তায় মহাসেন আসছে।
বিরোধী দল- মহাসেনকে বাধা দিলে হরতালের চেয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে।
হেফাজত- মহাসেন নাস্তিক ব্লগারদের শাস্তি দিতে গজব সরূপ। মহাসেন কে মেনে না নিলে দেশ অচল করে দেয়া হবে।
বেনজির আহমেদ- মহাসেন দেখা মাত্র গুলি করবে।
মনিরুল ইসলাম- মহাসেন নাশকতার ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে।
সোহাইল হুসাইন- মহাসেনে কঠোর নজরদারিতে রয়েছে যে কোন সময় আটক করা হবে। সংবাদ সম্মেলন করে জানানো হবে।
কিন্তু আমরা সাধারন মানুষ আর চাইনা মরতে, মহাসেন কে যে ভাবেই যে প্রতিহত করুক আপনি আপনার প্রস্তুতি নিয়ে রাখুন । নিদিষ্ট আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন। বিত্তবানরা সাহায্যে নিয়ে প্রস্তুত ধাকুন। আর্মি ভাইয়েরা সাভারের উদ্ধারের মত না ভারি যন্ত্রপাতি থেকেো ব্যবহার না করার মত না হয়ে সত্যি কারের সাহায্যের জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ যেন এই মহাসেন থেকে রক্ষা করেন।
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন