গণধর্ষনে রক্তাক্তো লাকিদের আর্তনাৎ, সবাই পাশ কাটিয়ে যাচ্ছে
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ১৬ এপ্রিল, ২০১৩, ০৬:৩৭:১৮ সন্ধ্যা
ভরা যৌবন নিয়ে হঠাৎই প্রকাশ্যে বেরিয়ে এলো যুবতী । সে বুঝতেও পারে নি তার যৌবন এত আকৃষ্ট করবে মানুষকে। তার দেহের ভঙ্গি, ভরাট ঠোট, বাঁকা সাপের মত দেহের ভঙ্গিমা, বনলতা সেনের চোখের দৃষ্টি মন কেড়ে নিবে সকলের। উপচে পরবে যে কোন বয়সের পুরম্নষ, সবাই ভুলে যাবে বয়স, শ্রেনী, হারিয়ে যাবে বিবেক তার দেহের দোলা মন কেড়ে নিয়ে যাবে। পিছু পিছু ছুটতে থাকবে সকলে। ভিড় জমাবে হাজারো মানুষ। এমন দেহে স্পর্স করতে কার না মন চায়। একবার তার দৃষ্টিতে পরলেই জিবন ধন্য হয়ে যাবে। কিন' ভাগ্যের নির্মমতা ভুলে গিয়ে ছিল মেয়েদের যৌবন বেশি দিন থাকে না। মনে করে ছিল এই যৌবন হয়তো দীর্ঘস'ায়ী। কিন' একটি লাল টুক টুকে গোলাপ যখন ফোটে তখন তার সৌন্দর্য সকলেই দেখে এর পর যখন কোন একজন ছিড়ে ফেলে তার দরদ অনেকটা কমে যায় এর পর এ হাত ও হাত করে এক সময় পায়ের নিচে চলে যায়। ঠিক তেমনি ভাবেই হঠাৎ করেই জেগে উঠে ছিল গনজাগরণ মঞ্চ বেশ যৌবুতি কন্যার মত দৃষ্টি আকর্ষন করল সকলে না বুঝেই একে একে ভিড় জমাতে শুরম্ন করল। কিন' ভিড়ের মধ্যে কখন যে যৌবনা জাগরণ মঞ্চ গিয়ে পড়ল পতিতার সর্দানির কাছে বুঝতেও পারলো না। কথায় আছে- বাঘে ধরলে মাফ পাওয়া যায় কিন' সর্দাননির হাতে পরলে মাফ নেই। সর্দারনি তাই কয়েকটি বেসরকারী টেলিভিশন ও পত্রিকা, অনলাইন-পত্রিকা দ্বারা ধর্ষণ শুরম্ন করলো। সেই সাথে ধর্ষন করালো নিজেদের নিজস্ব নরপশু দিয়ে। ছেড়ে দিল নিজস্ব নরপশুদের হাতে । এক এক করে অনেকেই যে ভাবে ইচ্ছে সেভাবে ধর্ষণ করলো। গনজাগরণ নিজেও বুঝতে পারলো না যে কখন সে অধ:পতিতা হয়ে গেলো। আশপাশে সকলের কটুক্তি বুঝতে না পেরেই অগ্রসর হতে লাগলো। এই পতিতা থেকে বের করার জন্য কয়েকটি পত্রিকা যারা ঐ অবস'ান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলো সঠিক পথ দেখানোর চেষ্টা করলো। কিন' তাদের আলোর পথ বিশ্বাস হলো না। ভুল পথটাকেই সঠিক ভেবে আলোর পথে আসলো না। তাই ধিরে ধিরে অধ:পতিতা থেকে পতিতা হয়ে গেলো। ধিরে ধিরে যৌবনের মধু শেষ তাই আসেত্ম আসেত্ম সকলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। যে এক সময়কার সবচেয়ে প্রিয় ছিল সেই প্রথম আলোও ধর্ষন শেষের বিরক্তি বোধ টুকু এসে গেছে তাই - টিভি ক্যামেরার সামনে মেয়েটি- ছোট গল্প প্রকাশ করে তার শেষ বিরক্তি টুকু প্রকাশ করলো। যা প্রকাশ না করলেও পারতো কিন' এটা হলো প্রতিদান। ধন্যবাদ প্রথম আলোকে যে সে সত্যটা একটু পরে হলেও বিভিন্ন ইঙ্গিতে প্রকাশ করেছে। যাই হোক সর্বশেষ আজ দেখলা যৌবনের মধুটুকু বাংলানিউজ২৪ ডট কম এরও নেওয়া হয়ে গেছে। তাই আজ লেখেছেন শিরোনামে -
শাহবাগ আর নির্ঘুম নয়!
দেশ জাগানো শাহবাগের প্রজন্ম চত্বর এখন আর নির্ঘুম নয়। দিনের পর দিন ফাঁসির দাবিতে উন্মাদ হয়ে ওঠা এ চত্বর অনেকটাই যেন নিস্তেজ হয়ে পড়েছে। রাত-দিন গণমানুষের পদচারণায় মুখর থাকা এ শাহবাগ রাজনৈতিক টানাপড়েনে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সোমবার মধ্যরাতের শাহবাগের প্রজন্ম চত্বর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
গ্রাম্য ভাষায় একটি কথা আছে- প্রিতে পেট বাধে। যার অর্থ অধিক ভালোবাসা (প্রেমে) করলে অনত্মঃস্বতা হওয়ার সম্ভাবনা থাকে। বাংলা নিউজ২৪ডটকম একসময় একটি পেজ রেখে ছিল গনজাগরণ মঞ্চের জন্য সেখানে প্রতিদিনের আপডেট দেওয়া হতো কিন' তারাও আজ সরে যাচ্ছে জাগরণ মঞ্চের কাছ থেকে। সরকারও উলব্দি করতে পারছে যে জাগরণ মঞ্চ টিকিয়ে রাখা ঠিক হচ্ছে না। কিন' প্রথম আলো স্বার্থের জন্য গনজাগরণ মঞ্চ নিয়ে এমন একটি এমন মুহুর্তে ছেপেছে যা গনজাগরণের মেনে নেওয়া টাও সন্দেহ থাকে । প্রথম আলো চেয়েছে আমার দেশ পত্রিকার এমন দুরাবস'ায় শাহবাগের বিরম্নদ্ধে লিখে হয়তো একটা জনপ্রিয়তা পেয়ে যাবে। কিন' শাহবাগের কন্যা গুলোকে যে অধ:পতিতা বানিয়ে দিয়েছে সেটার কি হবে।
সর্বশেষ যেটা সেটা হচ্ছে লাকিরা এভাবেই দিনের পর দিন ধর্ষণ হতে থাকবে আর্তনাথ করতে থাকবে যৌবনের ড়্গুদায় পথভ্রষ্ট হবে হেফাজত বা আমার দেশ অনেক ডাকা ডাকি করবে কিন' তারা ফিরবে না। এমন সময় ফিরবে যখন তাদের আর্তনাথ কেউ শুনবে না।
ধন্যবাদ সকলকে
বিষয়: রাজনীতি
৩১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন