কোথায় গেলো আমাদের মানবাধিকার সংস্থ্যাগুলো ? কোথায় আমাদের সুলতানা কামালরা !
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ২১ মার্চ, ২০১৩, ১০:০৮:৫১ সকাল
বাচার মতো বাচতে চাই! এসিড নিক্ষেপ বন্ধ করো ধর্ষণ বন্ধ চাকুরীতে নারীর সমঅধিকার দিতে হবে, দূর্নীতি ও সরকারের অন্যান্য অপকর্মের বিরুদ্ধে যেসব মানবাধিকার সংস্থ্যাগুলো শুধু লাফালাফি করছিলো এতোদিন আজ কই সেই তথাকথিত মানবাধিকার কর্মীরা ? আজ কি তাদের চোখ অন্ধ হয়ে গেছে যে তারা কিছুই দেখছেনা ! একজন নিরহ লোককে মেরে ফেললে বা হত্যা করলে এতো দিন মানবাধিকার কর্মীরা আন্দোলন করতো বর্তমানে দেশে স্মরন কালের জনগ্যতম গণহত্যা চালাচ্ছে অথচ মানবাধিকার সংস্থ্যাগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ! এখন কোথায় আমাদের সুলতানা কামালরা ? কোথায় তাদের সাংগ পাংগরা । কোথায় গেলো তাদের লাফালাফি ! দেশে শত শত মানুষ বন্ধুকের নলের গুলিতে নিহত হচ্ছে আর আমাদের তথাকথিত মানবাধিকার সংস্থ্যাগুলো নিরব দর্শকের মতো দেখছে ! এই হলো আমাদের মানবাধিকার সংস্থ্যা !
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন