সরকারকে ৪৮ ঘন্টা সময় দিলেন ১৮ দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ! চাপের মুখে সরকার !

লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ০৪ মে, ২০১৩, ১০:১৪:২৩ রাত

১৮ দলীয় জোটের বর্তমান দাবী তত্বাবধায়ক সরকার । হাসিনার নমনীয় সুর ও বেগম জিয়ার কড়া হুশিয়ারীতে আবারো সরকারের গদি টালমেটাল । এদিকে জামাতও কড়া হুশিয়ারী দিয়েছেন দলীয় নেতাদের অভিলম্বে মুক্তি দেয়ার জন্য । সরকারের অসহনীয় অত্যাচার নির্যাতনে আজ দেশের সাধারন মানুষ সরকারের ওপর চরমভাবে অতিষ্ঠ । এছাড়া এই সরকারের আমলে ইসলাম ধর্ম ও আলেমদের ওপর স্বরনকালের অবমাননা ও আল্লাহ এবং নবীরাসূলদের নিয়ে বাজে কটুক্তিতে ইসলামী সংগঠন হেফাযতে ইসলামের ১৩ দফা দাবীর মুখে সরকারের এবার টনক নড়েছে । গদি রক্ষার জন্য সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে । এদিকে ১৮ দল ও হেফাযতে ইসলামের সাথে সাধারন মানুষরা একাত্নতা পোষন করেছেন । এতে সরকার আরো বেশী বেকায়দায় পড়েছে । অন্যদিকে সাভার ভবন ধসের ঘটনায় দেশে বিদেশে চরমভাবে সমালোচনার মুখে পড়েছেন সরকার । বিদেশী গণমাধ্যমগুলো সাভারের মর্মান্তিক দূর্ঘটনা প্রচার করছেন । এতে করে বর্তমান সরকারের ভাবমূর্তির আরো চরম অবনতি ঘটেছে । এদিকে সরকারের কিছু মন্ত্রীর দূর্নীতি ফাস ও বাচাল প্রকৃতির কথাবার্তায় সরকারের ভেতর বাহিরে ক্রোন্দল চলছে । শেষ পর্যন্ত কার জয় হবে ? ইসলামী শক্তি ? নাকি ইসলামের বিরুদ্ধ অপশক্তি । জয় হোক ইসলামের জয় হোক মুসলমানের ।

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File