বিগত ২ মাসের স্যামহোয়ার ব্লগের ''সঞ্চালক নির্বাচিত '' পোষ্ট প্রসংগে !
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ০৫ এপ্রিল, ২০১৩, ০৪:৫৫:১২ বিকাল
বিগত ফেব্রুয়ারী ও মার্চ মাস এ ২ মাস স্যামহোয়ার ব্লগ এর বিভিন্ন লেখা দেখে আতকে উঠতাম যে একটি মুসলিম দেশে একটি ব্লগে কি করে ইসলামের বিপক্ষে লেখার এতো বড়ো সাহস পায় । যারা বিগত ২ মাস স্যামহোয়ার ব্লগ পড়েছেন দেখেছেন যে কি হারে তারা ইসলাম ও মুসলমানকে অবমাননা করেছেন! একটি ব্লগ কিভাবে ইসলাম ও মুসলমানকে হেয় করতে পারে স্যামহোয়ার ব্লগ তার প্রমাণ । স্যামহোয়ার ব্লগে ইসলাম সর্ম্পকে ও বাংলাদেশের সাম্প্রতিক ইসলামী রাজনীতি ও যুদ্ধাপরাধ সর্ম্পকে কোনো পজেটিভ মন্তব্য করা যেতে না । আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে বিগত ২ মাস তারা শুধু একটি লেখাকে হাইলাইট করে গেছেন !
শিরোনামটি ছিলো ...
''আন্দোলন চলছে জেলা উপজেলা দেশে বিদেশে পরবাসে সীমানা চিনিনা আছি শাহবাগে ''
আর এই লেখাটি যে লিখেছেন তার নাম ''এক্সট্রাটেরিষ্টটিয়াল স্বর্ণা'' সে তার ব্লগ পরিচালনা করতো যুক্তরাষ্ট থেকে এবং সে ছিলো একজন মেয়ে ব্লগার তার যেকোনো লেখাই স্যামহোয়ার ব্লগে খুব হিট করতো স্যামহোয়ার ব্লগে সে ছিলো একজন খুবই জনপ্রিয় মেয়ে ব্লগার ! স্যাম হোয়ার ব্লগ যুদ্ধাপরাধের বিচারের নামে ইসলাম ও মুসলমান ও বাংলাদেশের আলেম সম্প্রদায়কে অনেক হেয় করে লেখা ছাপিয়েছেন । অথচ আজ কয়েকদিন তারা অনেকটাই নমনীয়! এসব ব্লগার ও ব্লগ সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে । ইসলামিক লেখা ও ইসলাম ও মুসলমানদের পক্ষে সম্মতির কারনে যদি সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ করে দিতে পারে তাহলে ইসলামের বিপক্ষে লিখেও কেন স্যামহোয়ার ব্লগকে সরকার বন্ধ করছে না । বিগত কয়েকটি মাস স্যামহোয়ার ব্লগে ইসলামিক কোনো লেখা এরা পোষ্ট করতে দেয়নি যা কয়েকটি দিয়েছে তাও নামে মাত্র।
স্যামহোয়ার ব্লগ যে কিভাবে ইসলামকে অবমাননা করেছেন তা সত্যিই অকল্পনীয় । আজ হেফাযতে ইসলাম ও সকল ইসলামপ্রিয় মুসলমানদের দাবী এসব ব্লগ ও ব্লগাদের লোক দেখানো গ্রেফতার না দেখিয়ে প্রকৃত ইসলাম বিদ্বেষী ব্লগারদের খুজে বের করে এদের বিচার করুন ?
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন